ছাতুর পুর ভরা কচুরি(chatur pur bhora kachori recipe in Bengali)

Subhadeep Auddy
Subhadeep Auddy @subhadeepauddy_1997

ছাতুর পুর ভরা কচুরি(chatur pur bhora kachori recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
  1. ২ কাপ ময়দা
  2. ৩ টেবিল চামচ ছাতু
  3. ৩ কাপ সাদা তেল
  4. ১টা কাঁচালঙ্কা কুচি(মিহি করে)
  5. ৫-৬ টা রসুন কুচি (মিহি করে)
  6. পরিমাণ মত জোয়ান
  7. পরিমাণ মতজল
  8. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে ছাতুর সাথে লঙ্কাকুচি, জুয়ান, রসুনকুচি, নুন,সামান্য জল দিয়ে মেখে নিয়ে সেটাকে কড়াইয়ে হালকা তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে ছাতুর পুর তৈরি করে নিতে হবে ।

  2. 2

    তারপর ময়দাতে ময়ান হিসেবে ৪ টেবিল চামচ মতো সাদা তেল ও সামান্য নুন ও জল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিতে হবে ।

  3. 3

    তারপর ওই লেচি গুলো তে ছাতুর পুর ভরে বেলে নিয়ে ডুবো তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। ব্যাস কচুরী তৈরি। গরম গরম পরিবেশন করুন, ঘুঘনি বা অন্য কোনো সবজির সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhadeep Auddy
Subhadeep Auddy @subhadeepauddy_1997

মন্তব্যগুলি

Similar Recipes