চিলি পনির (chilli paneer recipe in Bengali)

Moumita Nayak
Moumita Nayak @cookmou87

চিলি পনির (chilli paneer recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
2 জন
  1. 250 গ্রাম পনির
  2. 3 টাপেঁয়াজ
  3. 2টেবিল চামচ রসুন কুচি
  4. 2টেবিল চামচ আদা রসুন বাটা
  5. 1 টিক্যাপ্সিকাম
  6. 1টেবিল চামচ চিলি সস
  7. 1টেবিল চামচ টমেটো কেচাপ
  8. 1টেবিল চামচ সয়া সস
  9. 3টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  10. 2টেবিল চামচ ময়দা
  11. 1টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  12. 1টেবিল চামচ লঙ্কা কুচি
  13. পরিমাণ মতসাদা তেল
  14. 1 টিলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    পনির পিস করে কেটে, কর্নফ্লাওয়ার, ময়দা, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, লেবুর রস দিয়ে মেখে 10 মিনিট রেখে ভেজে নিতে হবে।

  2. 2

    তেল গরম করে রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপ্সিকাম কুচি, আদা রসুন বাটা দিয়ে ভাজতে হবে। তারপর কিউব করে কাটা পেঁয়াজ, ক্যাপ্সিকাম দিতে হবে।

  3. 3

    একটি বাটিতে সয়া সস, টমেটো কেচাপ, চিলি সস, একসাথে মিশিয়ে ঢেলে দিতে হবে।

  4. 4

    নুন,চিনি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো মিশিয়ে ভালো করে নেড়ে নিয়ে কর্নফ্লাওয়ার মেশানো জল দিয়ে ফুটিয়ে নিতে হবে।

  5. 5

    ভেজে রাখা পনির দিয়ে নেড়ে নিয়ে নামানোর আগে লেবুর রস দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Nayak
Moumita Nayak @cookmou87

মন্তব্যগুলি

Similar Recipes