আমড়ার চাটনি (aamrar chutney recipe in Bengali)

Ranu Hazra
Ranu Hazra @cook_36840282

আমড়ার চাটনি (aamrar chutney recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

কুড়ি মিনিট
তিনজন
  1. 12 টিআমড়া
  2. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  3. স্বাদ মতলবণ
  4. 1 কাপচিনি
  5. 1 চা চামচগোটা সর্ষে
  6. 1টি কাঁচা লঙ্কা
  7. 2 চা চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

কুড়ি মিনিট
  1. 1

    প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসাতে হবে ও তেল দিতে হবে

  2. 2

    তারপর তাতে গোটা সরষে ও লঙ্কা ফোড়ন দিতে হবে

  3. 3

    আগে থেকে আমড়া গুলোকে দু'টুকরো করে রাখতে হবে এবং তা জলে ধুয়ে কড়াই এ দিয়ে দিতে হবে।

  4. 4

    এরপর লবণ ও হলুদ দিয়ে দিতে হবে

  5. 5

    কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে আমড়া সেদ্ধ করে নিতে হবে

  6. 6

    আমড়া ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে,চিনি দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ নেড়েচেড়ে চিনি গলিয়ে নিতে হবে।তাহলে রেডি আমড়ার চাটনি। এই আমড়ার চাটনি ফ্রিজে ভোরে রেখে তিন চার দিন খাওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ranu Hazra
Ranu Hazra @cook_36840282
রান্না করতে ভালোবাসি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes