এগ তরকা (egg tarka recipe in Bengali)

Nilanjana Mitra
Nilanjana Mitra @Nil_22

এগ তরকা (egg tarka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 200 গ্রামগোটা মুগ
  2. 2 টিডিম
  3. 1 চা চামচহলুদ গুঁড়ো
  4. 2 চা চামচতরকা মসলা
  5. 1 টা বড় পেঁয়াজ মিহি করে কুচিয়ে নো
  6. 2 চা চামচরসুন বাটা
  7. 1 চা চামচআদা বাটা
  8. 1/2 কাপধনেপাতা কুচি
  9. প্রয়োজন মত মাখন
  10. 2 টেবিল চামচ সাদা তেল
  11. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    গোটা মুগ ডাল ভালো করে জলে ধুয়ে সারারাত ভিজিয়ে রাখতে হবে।১ টি কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিতে হবে

  2. 2

    এরপর প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।কড়াইতে সাদা তেল দিয়ে ডিমের ঝুড়ি বানিয়ে তুলে নিতে হবে।

  3. 3

    এরপর ওই তেলেই পেঁয়াজ ও লঙ্কা কুচি দিতে হবে।পেঁয়াজ ভাজা ভাজা হলে এরপর দিতে হবে রসুন ও আদা বাটা।

  4. 4

    রসুন আদা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিতে হবে স্বাদমতো নুন হলুদ ও তরকা মসলা।এরপর এতে সেদ্ধ করে রাখা গোটা মুগ দিতে হবে।

  5. 5

    ভাল করে নাড়িয়ে সামান্য জল দিয়ে ডিমের ঝুড়ি দিয়ে দিতে হবে।এরপর ঢাকা দিয়ে 5 মিনিট একদম কম আঁচে রান্না করতে হবে।

  6. 6

    5 মিনিট পর ঢাকনা খুলে আবার ধনেপাতা কুচি ছড়িয়ে মাখন দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে এগ তরকা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nilanjana Mitra

মন্তব্যগুলি

Similar Recipes