চিকেন কারি (Chicken Curry recipe in Bengali)

Sweta Sarkar
Sweta Sarkar @swetasarkar108

#CP

চিকেন কারি (Chicken Curry recipe in Bengali)

#CP

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জনের জন্য
  1. ৬০০ গ্রাম চিকেন
  2. ৪ টে পেঁয়াজ
  3. ১ টেবিল চামচ আদা বাটা
  4. ১ টেবিল চামচ রসুন বাটা
  5. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ২ চা চামচ গরম মশলা গুঁড়া
  7. ২ টো তেজপাতা
  8. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  9. ৩-৪ টে কাঁচা লঙ্কা
  10. ১ টেবিল চামচ মিট মশলা
  11. ৪ টে আলু
  12. ১/২ চা চামচ আস্ত জিরা
  13. ২ টো শুকনো লঙ্কা
  14. ১/২ ইঞ্চি দারুচিনি
  15. ৪ টে এলাচ
  16. ১ টা বড় টমেটো
  17. ৩ টেবিল চামচ সর্ষের তেল
  18. ১ টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    আদা বাটা, রসুন বাটা ও সব গুঁড়া মশলা দিয়ে চিকেন ম্যারিনেট করতে হবে ২০ মিনিট।

  2. 2

    সব আস্ত মশলা ফোড়ন দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা হলে পেঁয়াজ বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষাতে হবে। টমেটো টুকরো দিতে হবে।

  3. 3

    এবার ম্যারিনেটেড চিকেন দিয়ে কষাতে হবে। পরিমাণ মতো নুন দিতে হবে।

  4. 4

    তেল ছেড়ে এলে গরম জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে।

  5. 5

    আলু ও চিকেন সিদ্ধ হয়ে গেলে ঘি আর গরম মশলা গুঁড়া দিয়ে নিজের প্রয়োজন মতো ঝোল রেখে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sweta Sarkar
Sweta Sarkar @swetasarkar108

মন্তব্যগুলি

Similar Recipes