পালং পনির (palak paneer recipe in bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#LD

পালং পনির (palak paneer recipe in bengali)

#LD

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪-৫ জন
  1. ২৫০ গ্রাম পালং শাক
  2. ২০০ গ্রাম পনির
  3. ৪-৫ টা কাঁচা লঙ্কা
  4. ৪ কোয়া রসুন
  5. ১/২ ইঞ্চি আদার টুকরো
  6. ১ টা পেঁয়াজ কুচি
  7. ১ টা টমেটো কুচি
  8. ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  9. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  10. ১/২ চা চামচ কাসুরি মেথি
  11. ১/২ চা চামচ চিনি
  12. স্বাদ মত নুন
  13. পরিমাণ মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে একটা বড়ো পাত্রে জল গরম বসিয়ে তাতে চিনি দিয়ে পালং শাক গুলো দিয়ে ২-৩ মিনিট ফুটিয়ে নিতে হবে।

  2. 2

    তারপর পালং শাক গুলো তুলে ঠান্ডা জলে দিয়ে ১ মিনিট রেখে জল ঝরিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর পালং শাক,রসুন,আদা আর কাঁচা লংকা একসাথে বেটে নিতে হবে।

  4. 4

    তারপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর তাতে টমেটো কুচি আর নুন দিয়ে আরো কিছু ক্ষণ নাড়তে হবে ।

  5. 5

    তারপর তাতে পালং শাকের পেষ্টটা ঢেলে দিতে হবে আর তাতে জিরে গুড়ো আর কাসুরি মেথি দিয়ে কিছু ক্ষণ কষিয়ে নিতে হবে।

  6. 6

    তারপর তাতে কিউব করে কাটা পনির গুলো দিতে হবে। তারপর কাসুরি মেথি আর চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব সামান্য জল দিয়ে নেড়ে ফুটতে দিতে হবে।

  7. 7

    তারপর গরম মশলা গুড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে। তারপর ভাত বা রুটির সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes