চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

Sumitra Ghosh
Sumitra Ghosh @cook_18422570

#CR

চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

#CR

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25মিনিট
3,
  1. ৫০০ গ্রাম বোনলেস চিকেন
  2. ১টা বড় পেঁয়াজ স্লাইস করা
  3. ৩টে মাঝারি ক্যাপ্সিকাম সরু লম্বা করে কাটা
  4. ১চা চামচ রসুন বাটা
  5. ১টেবিল চামচ রসুন কুচি
  6. ১ চা চামচ আদা বাটা
  7. ১টেবিল চামচ আদা কুচি
  8. ৫ টি কাঁচালঙ্কা বাটা
  9. ১০টা কাঁচা লঙ্কা একটু বড় করে কাটা
  10. ১+১ চা চামচ গোল মরিচ গুঁড়ো
  11. ১/২কাপ ময়দা
  12. ১/২কাপ কর্নফ্লাওয়ার
  13. স্বাদ মতনুন
  14. ২ টেবিল চামচ টমেটো সস
  15. ১টেবিল চামচ সোয়া সস
  16. প্রয়োজন মতরিফাইন্ড তেল
  17. ২টেবিল চামচ ভিনিগার
  18. ১টি ডিম

রান্নার নির্দেশ সমূহ

25মিনিট
  1. 1

    প্রথমে চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ভিনিগার মাখিয়ে রাখতে হবে দশ মিনিট।

  2. 2

    10 মিনিট বাদে কর্নফ্লাওয়ার ময়দা আদা বাটা রসুন বাটা এক চা চামচ গোল মরিচ বাটা ডিম নুন কাঁচালঙ্কা বাটা একসাথে মাখিয়ে দশ মিনিট রেখে দিতে হবে

  3. 3

    করাতে তেল দিয়ে গরম হলে মাখা চিকেন একটা একটা করে দিয়ে কিছুটা দিয়ে ভালো করে ভেজে তুলে রাখতে হবে, এইভাবে পুরোটা ভেজে তুলে নিতে হবে চিকেন অল্প অল্প করে ভালো করে ভেজে নিতে হবে

  4. 4

    সবগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে পিয়াজ ক্যাপ্সিকাম তিন রকমের দিয়ে একটু ভেজে নুন সহজ দু'রকমের কাঁচা লঙ্কা কাটা দিয়ে ভালো করে কষিয়ে চিকেন গুলো দিয়ে দিতে হবে

  5. 5

    চিকেন গুলো দিয়ে ভালো করে মিশিয়ে কর্নফ্লাওয়ারে এক কাপ জল দিয়ে গুলে দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে, এইভাবে তৈরি হয়ে যাবে চিলি চিকেন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumitra Ghosh
Sumitra Ghosh @cook_18422570

মন্তব্যগুলি

Similar Recipes