সুস্বাদু রুই মাছের ডিমের বড়া

Yesmi Bangaliana
Yesmi Bangaliana @YesmiBangaliana
dhaka

রুই মাছের ডিমের বড়া একটি জনপ্রিয় এবং সুস্বাদু বাংলা খাবার, যা ঘরের রান্নাঘরে খুব সহজে তৈরি করা যায়। তাজা রুই মাছের ডিমে পেঁয়াজ, কাঁচা মরিচ, মশলা ও বেসন মিশিয়ে ছোট ছোট বড়া আকারে ভেজে নেওয়া হয়। বাইরের দিকটা মচমচে আর ভেতরে নরম – এই বড়া ভাতের সাথে কিংবা চা-নাস্তার সঙ্গে অসাধারণ লাগে। বিশেষ করে বর্ষার দিনে গরম গরম বড়া খাওয়ার মজা আলাদা।
#রুইমাছেরডিমেরবড়া #RuiMacherDimBora #FishEggFritter #BengaliFishEggRecipe #মাছেরডিমবড়া #DimBora #BengaliSnack #FishEggRecipe #মাছেরডিম #BoraRecipe

সুস্বাদু রুই মাছের ডিমের বড়া

রুই মাছের ডিমের বড়া একটি জনপ্রিয় এবং সুস্বাদু বাংলা খাবার, যা ঘরের রান্নাঘরে খুব সহজে তৈরি করা যায়। তাজা রুই মাছের ডিমে পেঁয়াজ, কাঁচা মরিচ, মশলা ও বেসন মিশিয়ে ছোট ছোট বড়া আকারে ভেজে নেওয়া হয়। বাইরের দিকটা মচমচে আর ভেতরে নরম – এই বড়া ভাতের সাথে কিংবা চা-নাস্তার সঙ্গে অসাধারণ লাগে। বিশেষ করে বর্ষার দিনে গরম গরম বড়া খাওয়ার মজা আলাদা।
#রুইমাছেরডিমেরবড়া #RuiMacherDimBora #FishEggFritter #BengaliFishEggRecipe #মাছেরডিমবড়া #DimBora #BengaliSnack #FishEggRecipe #মাছেরডিম #BoraRecipe

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪-৫ জন
  1. গ্রামরুই মাছের ডিম – ২৫০
  2. চামচপেঁয়াজ কুঁচি – ২ টেবিল
  3. কাঁচা মরিচ কুঁচি – ২-৩টি
  4. চা চামচরসুন বাটা – ১
  5. চা চামচআদা বাটা – ১
  6. 1/2 চা চামচহলুদ গুঁড়া –
  7. স্বাদমতোলবণ –
  8. চামচধনে পাতা কুঁচি – ১ টেবিল
  9. ডিম – ১টি (ঐচ্ছিক, বেঁধে রাখতে)
  10. চামচবেসন বা ময়দা অথবা আটা – ২-৩ টেবিল
  11. তেল – ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    রুই মাছের ডিম ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

  2. 2

    একটি বাটিতে ডিম, পেঁয়াজ কুঁচি, কাঁচা মরিচ কুঁচি, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, লবণ, ধনে পাতা কুঁচি মিশিয়ে নিন।

  3. 3

    ডিম বা বেসন/ময়দা দিয়ে মিশ্রণটি ভালোভাবে মেখে নিন যাতে বড়ার আকারে বাঁধা যায়।

  4. 4

    হাত দিয়ে ছোট বড়া আকারে গড়ে নিন।

  5. 5

    একটি কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে দুই পিঠ সোনালি করে ভেজে নিন।

  6. 6

    কিচেন টিস্যুতে তুলে তেল ঝরিয়ে পরিবেশন করুন।

  7. 7

    পরিবেশন টিপস
    গরম গরম বড়া ভাতের সাথে বা নাস্তা হিসেবে চাটনির সাথে পরিবেশন করলে দারুণ স্বাদ পাওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Yesmi Bangaliana
Yesmi Bangaliana @YesmiBangaliana
dhaka
আমি একজন সৃজনশীল মানুষ, যার জীবনের এক বিশেষ জায়গা দখল করে আছে রান্না। ছোটবেলা থেকেই মায়ের হাতের রান্নার ঘ্রাণ আমাকে মুগ্ধ করত, আর সেই থেকেই শুরু হয় আমার রান্নার প্রতি ভালোবাসা। প্রতিটি রেসিপি আমার কাছে শুধু উপকরণের সমষ্টি নয়, বরং একেকটা গল্প, একেকটা অনুভূতির প্রকাশ। নতুন কিছু শেখা আর নিজের মতো করে পরিবেশন করাই আমার রান্নার আনন্দ। আমি বিশ্বাস করি, ভালো রান্না শুধু পেট নয়, মনও ভরে দেয়।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes