রুই মাছের ব্যাটার ফ্রাই (Ruhie macher batter fry recipe in Bengali)

Aparna Mukherjee
Aparna Mukherjee @Cook_25193335

#GA4
#week5
বাঙালির প্রিয় রুই মাছ দিয়ে আমরা নানা রকমের রেসিপি ট্রাই করেছি, আজ আমি রুই মাছের খুব সহজেই রুই মাছের বেটার ফ্রাই ,কি করে বানানো যায় তারই রেসিপি শেয়ার করছি ,এই রুই মাছের বেটার ফ্রাই দুপুরের লাঞ্চ টাইম থেকে নিয়ে শুরু করে বিকেলে ইভিনিং স্নাক্স সবকিছুতেই ভীষণভাবে হিট ,তাহলে আসুন জেনে নেওয়া যাক রুই মাছের বাটার ফ্রাই এর রেসিপি ll

রুই মাছের ব্যাটার ফ্রাই (Ruhie macher batter fry recipe in Bengali)

#GA4
#week5
বাঙালির প্রিয় রুই মাছ দিয়ে আমরা নানা রকমের রেসিপি ট্রাই করেছি, আজ আমি রুই মাছের খুব সহজেই রুই মাছের বেটার ফ্রাই ,কি করে বানানো যায় তারই রেসিপি শেয়ার করছি ,এই রুই মাছের বেটার ফ্রাই দুপুরের লাঞ্চ টাইম থেকে নিয়ে শুরু করে বিকেলে ইভিনিং স্নাক্স সবকিছুতেই ভীষণভাবে হিট ,তাহলে আসুন জেনে নেওয়া যাক রুই মাছের বাটার ফ্রাই এর রেসিপি ll

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

কুড়ি মিনিট
4 জন
  1. 300 গ্রামরুই মাছের পেটির পিস সরু সরু করে কাটা
  2. 2 চা চামচআদা রসুন বাটা
  3. স্বাদমতোনুন
  4. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  5. 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  6. 1 চা চামচকাঁচা লঙ্কা বাটা
  7. প্রয়োজনমতোভাজার জন্য সাদা তেল
  8. 1 টি ডিম
  9. 6 চা চামচকর্ণ ফ্লাওয়ার
  10. 1/2 চা চামচবেকিং সোডা
  11. 1 চা চামচলেবুর রস
  12. 2 টেবিল চামচসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

কুড়ি মিনিট
  1. 1

    রুই মাছের পেটির পিস গুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর এর মধ্যে স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লেবুর রস ও সর্ষের তেল দেবো

  2. 2

    সমস্ত উপকরণ গুলো এক মাছের ওপর সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে নেব,

  3. 3

    অন্য একটি পাত্রে কনফ্লাওয়ার, ডিম স্বাদমতো নুন,কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, বেকিং সোডা সব উপকরণ দিয়ে ফেটিয়ে নেব, খেয়াল রাখব ব্যাপারটা যেন ঘন হয়,

  4. 4

    এবার ম্যারিনেট করা মাছগুলো এই ঘন ব্যাটারি ডুবিয়ে সাদা তেলে ভাজার জন্য দিতে হবে,

  5. 5

    লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন কাসুন্দি ও শালার সহযোগে, পরিবেশন করুন রুই মাছের বেটার ফ্রাই,

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Aparna Mukherjee
Aparna Mukherjee @Cook_25193335
I love to..cook.....
আরও পড়ুন

Similar Recipes