নারকেল-পোস্ত দিয়ে গোটা পটল

Deepanjali Das
Deepanjali Das @cook_12081198
Balasore

নারকেল-পোস্ত দিয়ে গোটা পটল একটি অতি পরিচিত বাঙালি পদ।

নারকেল-পোস্ত দিয়ে গোটা পটল

নারকেল-পোস্ত দিয়ে গোটা পটল একটি অতি পরিচিত বাঙালি পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১০-১২ টিপটল
  2. আধা কাপনারকেল কোড়া
  3. ৪ বড় চামচপোস্ত
  4. ২ বড় চামচসর্ষের তেল
  5. ৩-৪ টিকাঁচা লঙ্কা
  6. স্বাদমতনুন
  7. স্বাদমতচিনি
  8. প্রয়োজনমতকালোজিরা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পটলের খোসা ছাড়িয়ে নিন। দুধার কাটুন।

  2. 2

    পটলের দু'ধার বরাবর লম্বালম্বি কেটে নিন এবং দুপাশ চিরে নিন।

  3. 3

    কিন্তু পটল যেন না ভেঙে যায়, জুড়ে থাকতে হবে। এবার ধুয়ে জল ঝরিয়ে নিন। নুন মাখিয়ে সরিয়ে রাখুন।

  4. 4

    পোস্ত, নারকেল কোড়া ও কাঁচা লঙ্কা সহযোগে মিহি করে বাটুন। বাটাটা ঘন যেন হয়।

  5. 5

    প্যানে তেল গরম হলে, হালকা বাদামী করে পটল ভেজে তুলুন। তেল থেকে তুলে সরিয়ে রাখুন।

  6. 6

    এতে ১ বড় চামচ তেল দিন এবং কালোজিরা ও কাঁচালংকা ফোরণ দিন। এবার বাটা মশলা দিয়ে ভালোকরে ভাজুন।

  7. 7

    এবার ভাজা গোটা পটল,নুন, চিনি দিয়ে নাড়ুন। ১ কাপ উষ্ণ জল দিন।

  8. 8

    ঢেকে দিন এবং পটল সেদ্ধ হওয়া অবধি এবং সমস্ত জল শুকিয়ে যাওয়া অবধি রাঁধুন।

  9. 9

    ঝোলটা যেন পটলের গায়ে সুন্দরভাবে লেগে থাকে এবং বেশি ঝোল ঝোল যেন না হয়। মাখামাখা হতে হবে।

  10. 10

    ভাত দিয়ে গরম গরম পরিবেশন করুন....স্বর্গীয় স্বাদ!!

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Deepanjali Das
Deepanjali Das @cook_12081198
Balasore
I just find myself happy with small things.I love cooking & dancing.
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes