চিংড়ি মাছের মালাইকারি

Swapan Chakraborty
Swapan Chakraborty @cook_11753670

চিংড়ি মাছের মালাইকারির সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে। এটি এমন একটি পদ এপার বাংলা ওপার বাংলা কে একই সূত্রে গেঁথে দেয়।

চিংড়ি মাছের মালাইকারি

চিংড়ি মাছের মালাইকারির সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে। এটি এমন একটি পদ এপার বাংলা ওপার বাংলা কে একই সূত্রে গেঁথে দেয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 400 গ্রামবাগদা চিংড়ি
  2. ২ টোপেঁয়াজ কুচি করা
  3. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  4. ৪-৫ টেবিল চামচ নারকোল বাটা
  5. ১ টেবিল চামচ পোস্ত বাটা
  6. ১ কাপ নারকেলের দুধ
  7. ১ টেবিল চামচ গুঁড়ো দুধ
  8. ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  9. ১/২ কাপ টমেটো পিউরি
  10. ১ চা চামচ গোটা জিরে
  11. ১ টা শুকনো লঙ্কা গোটা
  12. ১ টুকরো দারচিনি
  13. ১ টি বড় এলাচ
  14. ৩ টি লবঙ্গ
  15. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  16. ১/২ চা চামচ গরম মসলার গুঁড়ো
  17. স্বাদ অনুযায়ী নুন ও চিনি
  18. পরিমান মত তেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখুন

  2. 2

    কড়াইয়ে তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে নিন

  3. 3

    এবারে ওই একই কড়াইয়ে আর একটু তেল এবং ঘি দিন

  4. 4

    গোটা জিরে,গরম মসলা,তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন

  5. 5

    একে একে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজুন

  6. 6

    মসলার জল শুকিয়ে এলে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এবং টমেটো পিউরি দিয়ে কষিয়ে নিন

  7. 7

    এবারে নারকেল কোরা দিয়ে ভালো করে মিশিয়ে নিন

  8. 8

    ভেজে রাখা মাছ গুলো দিন এবং হালকা হাতে মসলা মিশিয়ে নিন

  9. 9

    নারকেলের দুধের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন

  10. 10

    এই মিশ্রণটি কড়াইয়ে ঢেলে দিয়ে আঁচ কমিয়ে রান্না করুন

  11. 11

    মাছ সেদ্ধ হয়ে গেলে চিনি ঘি ও গরম মসলা দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swapan Chakraborty
Swapan Chakraborty @cook_11753670

মন্তব্যগুলি

Similar Recipes