ভেজ রোল

Sambita Rudra
Sambita Rudra @cook_15700743

# স্ট্রীট ফুড

ভেজ রোল

# স্ট্রীট ফুড

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১০০ গ্রাম ময়দা
  2. স্বাদমত নুন ও চিনি
  3. পরিমান মতোময়ানের জন্য তেল
  4. পুরের জন্য
  5. ১ টা গাজর
  6. ৫-৬ টা বিনস্
  7. ১ টা ক্যাপসিকাম
  8. ১/৪ পেঁপে
  9. ১ টা টমেটো
  10. ১ টেবিল চামচ টমেটো সস
  11. ১ চা চামচ চিলি সস
  12. ১/২চা চামচ সয়া সস
  13. ৩ টে কাচা লংকা কুচি
  14. ১ টা শশা কুচি
  15. প্রয়োজন মতকয়েকটা ভাজা বাদাম
  16. প্রয়োজন মত বিটলবণ, চাটমশলা
  17. দরকার মতভাজার জন্য সাদা তেল
  18. দরকার মতরোল মোড়াবার জন্য কাগজ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ময়দা মেখে লেচি করে রুটি বেলে সেঁকে রেখে দিতে হবে।

  2. 2

    সবজি গুলো সরু ও লম্বা করে কেটে নিলাম।

  3. 3

    এবার কড়াইতে তেল দিয়ে একে একে সব সবজি দিলাম।

  4. 4

    হালকা ভাজা ভাজা হলে নুন, টমেটো সস্, সয়াসস্, চিলি সস্ দিয়ে নাড়াচাড়া করে নামালাম।

  5. 5

    এবার সেকে রাখা রুটি গুলো অল্প তেলে নিলাম।

  6. 6

    এবার একটা পরোটার উপর সবজির পুর দিলাম।

  7. 7

    এক এক করে শশা কুচি,,লংকা কুচি,,চাটমশলা,,বিটলবন,,বাদাম, টমেটো সস্ দিয়ে দিলাম।

  8. 8

    এবার পরোটা রোল করে কাগজে মুড়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sambita Rudra
Sambita Rudra @cook_15700743

Similar Recipes