আপসাইড ডাউন পাইনআপেল কেক

জান্নাতুল নাঈম
জান্নাতুল নাঈম @cook_17484484

আপসাইড ডাউন পাইনআপেল কেক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ক্যারেমেল তৈরির জন্যঃ
  2. ১/৩ কাপচিনি
  3. ১/৩ কাপপানি
  4. কেক তৈরির জন্যঃ
  5. ১.৫ কাপময়দা
  6. ১/২ কাপচিনি (মিষ্টি বেশি খেলে আর ২ টেবিল চামচ দিতে পারেন),
  7. ১/৪ কাপতেল
  8. ১/২ চা চামচবেকিং পাউডার
  9. ১/২ চা চামচবেকিং সোডা
  10. ৩ টাডিম
  11. ১/২ চা চামচভ্যানিলা এসেন্স
  12. ১/৪ কাপগরম পানি (যদি প্রয়োজন পড়ে)
  13. ১ চিমটিলবন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিনি আর পানি চুলায় দিয়ে ক্যারামেল তৈরি করে নিন ।হয়ে গেলে যে পাত্রে কেক বেক করবেন সাথে সাথে ঐ পাত্রে ঢেলে দিন। এরপর ক্যারামেলের উপর গোল করে কাটা আনারসের টুকরো বসিয়ে দিন।

  2. 2

    প্রথমে ডিমগুলোকে হালকা বিট করে নিতে হবে। এরপর চিনি দিয়ে কিছুক্ষন বিট করে ফোম করে নিতে হবে। সবশেষে তেল আর ভ্যানিলা দিয়ে কিছুক্ষন বিট করতে হবে।

  3. 3

    এই মিশ্রণের সাথে সবগুলো শুকনো উপকরণকে চেলে অল্প অল্প করে স্প্যাটুলা দিয়ে হালকা হাতে মিশাতে হবে। এই মিশ্রণের সময় যদি দেখেন ব্যাটারটা বেশি ঘন তাহলে ১/৪ কাপ ফুটানো পানি মিশিয়ে দিতে পারেন। পানি দেয়ার সাথে সাথে নাড়তে হবে। এরপর এই মিশ্রণকে ক্যারামেল করা কেক মোল্ডে ঢেলে দিন।

  4. 4

    চুলায় একটা হাঁড়িতে স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ৫ মিনিট গরম করে নিতে হবে। ৫ মিনিট পর হাঁড়িটিতে কেক মোল্ডটি বসিয়ে লো হিটে ৪৫ মিনিট বেক করলেই কেক রেডি হয়ে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
জান্নাতুল নাঈম

মন্তব্যগুলি

Similar Recipes