নবমীর থালি (nabamir thali recipe in Bengali)

Gopi ballov Dey
Gopi ballov Dey @mcook0244
Neamatpur

#দুর্গাপুজোররেসিপি

নবমীর থালি (nabamir thali recipe in Bengali)

#দুর্গাপুজোররেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ ঘন্টা
৪জন
  1. মটন কারি
  2. ১কেজিমটন (খাসির মাংস)
  3. ৬টিপেঁয়াজ
  4. ৪ চা চামচআদা রসুন বাটা
  5. ১টাটমেটো
  6. পরিমাণ মতোতেল
  7. ২টিশুকনো লঙ্কা
  8. ২টিতেজ পাতা
  9. ১ চা চামচহলুদ গুঁড়ো
  10. ২চা চামচজিরে গুঁড়ো
  11. ২চা চামচধনে গুঁড়ো
  12. ১চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  13. ১চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  14. স্বাদ মতনুন
  15. ২চা চামচগরম মশলা বাটা
  16. পরিমান মতজল
  17. চিংড়ি মাছের মালাইকারি তৈরির উপকরণ
  18. ২৫০গ্রামচিংড়ি মাছ
  19. ১টাপেঁয়াজ
  20. ১টাটমেটো
  21. ২টোকাঁচা লঙ্কা
  22. ১ চা চামচআদা রসুন বাটা
  23. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা
  24. ১/২চা চামচগোটা জিরে
  25. ১টাতেজ পাতা
  26. ১চা চামচজিরে গুঁড়ো
  27. ১চা চামচধনে গুঁড়ো
  28. ১চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  29. ১চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  30. ১/২চা চামচহলুদ গুঁড়ো
  31. ১চা চামচচিনি
  32. স্বাদ মতনুন
  33. ১কাপনারকেলের দুধ
  34. পরিমান মততেল
  35. ১চা চামচঘি
  36. ১চা চামচশাহি গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২ ঘন্টা
  1. 1

    মটন কারি প্রনালীঃ প্রথমে মাংসটাকে হলুদ ও তেল দিয়ে মাখিয়ে রাখতে হবে ৩০ মিনিট মত।

  2. 2

    এবার কড়াইতে তেল চাপিয়ে তার মধ্যে
    শুকনো লঙ্কা ও তেজ পাতা ফোঁড়ন দিতে হবে।

  3. 3

    তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে তারমধ্যে আদা রসুন বাটা দিয়ে আবার ভাজতে হবে তারপর টমেটো কুচি দিয়ে ভালো করে কষতে হবে।

  4. 4

    কষা হয়েগেলে আগুনের আঁচ কমিয়ে নুন, হলুদ,জিরে-ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে হবে।

  5. 5

    তারপর মশলা থেকে তেল বেড়িয়ে এলে আঁচ বাড়িয়ে তারমধ্যে মাংস দিয়ে ভালো করে কষতে হবে। ৩০মিনিট কষার পর জল দিতে হবে

  6. 6

    জল ফুটে উঠলে সব একটা প্রেসার কুকারে দিয়ে ৩টি সিটি দিতে হবে।

  7. 7

    তারপর তার মধ্যে গরম মশলা বাটা দিয়ে একটু নেড়ে গ‍্যাস বন্ধ করে দিতে হবে। আর মটন কারি তৈরি ।

  8. 8

    চিংড়ি মাছের মালাইকারি প্রনালীঃ চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে।

  9. 9

    এবার কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভাজতে হবে

  10. 10

    ভাজা হয়ে গেলে মাছ গুলো নুন ও সরষে তেল মাখিয়ে একটা পাত্রে রাখতে হবে

  11. 11

    এবার কড়াইতে তেল দিয়ে তারমধ্যে গোটা জিরে,গোটা গরম মশলা ও তেজপাতা ফোঁড়ন দিতে হবে।

  12. 12

    তারপর পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে আদা রসুন বাটা দিতে হবে ও ভালো করে ভাজতে হবে

  13. 13

    এরপর তারমধ্যে নুন, হলুদ ও চিনি দিয়ে একটু ভেজে তারমধ্যে জিরে-ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে।

  14. 14

    মশলাএকটু ভেজে তারমধ্যে টমেটো ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে কষতে হবে।

  15. 15

    টমেটো নরম হয়ে এলে তারমধ্যে ১কাপ নারকেলের দুধ দিতে হবে।

  16. 16

    নারকেলের দুধ ফুটে উঠলে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে।

  17. 17

    এরপর আঁচ কমিয়ে ১০মিনিট ঢেকে দিতে হবে।

  18. 18

    তারপর মাখো মাখো হয়েগেলে তারমধ্যে শাহি গরম মশলা গুঁড়ো ও ১চামচ ঘি দিয়ে একটু নেড়ে গ‍্যাস বন্ধ করে দিতে হবে। ব‍্যাস চিংড়ি মাছের মালাইকারি তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gopi ballov Dey
Gopi ballov Dey @mcook0244
Neamatpur

মন্তব্যগুলি

Similar Recipes