রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৮টা বড় সাইজের চিংড়ি মাছ
  2. ১টা টমেটো বাটা
  3. ২টেবিল চামচ পোস্ত বাটা
  4. ১ টেবিল চামচসর্ষে বাটা
  5. ১কাপ নারকোল র দূধ
  6. ৩ টে কাঁচা লঙ্কা
  7. ১/২ কাপ টক দই
  8. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  9. ১চা চামচ গরম মশলা
  10. ১/২ চা চামচ চিনি
  11. স্বাদ মতোলবণ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পাত্রে চিংড়ি মাছ নিয়ে টমেটো বাটা, পোস্ত বাটা,টকদই,নারকোল এর দুধে,সর্ষে বাটা,লবণ,চিনি,কাচা লঙ্কা চিরে, জিরে গুঁড়ো, আর অল্প গরম জল দিয়ে ভালোমতন মেখে ওপর থেকে ১ টেবিল চামচ সরষের তেল দিয়ে করেন তে বসিয়ে ২০ মিনিট কষিয়ে ওপর থেকে গরম মসলা ছড়িয়ে দিলেই রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
সুস্মিতা কর্মকার

মন্তব্যগুলি

Similar Recipes