"দুধ চিংড়ির মালাইকারি"

Sharmila Majumder
Sharmila Majumder @cook_15520754

নারকেলের দুধ ছাড়া মালাইকারির রেসিপি।

"দুধ চিংড়ির মালাইকারি"

নারকেলের দুধ ছাড়া মালাইকারির রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩ জন
  1. ১০/১২ টা চিংড়ি মাছ
  2. ২ চা চামচ চিনি
  3. ১ চা চামচ জিরা গুঁড়ো
  4. ২ চা চামচ নুন
  5. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১ কাপ দুধ
  7. ২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  8. ১ টুকরো দারচিনি
  9. ২/৩ টা এলাচ
  10. ২ টা তেজপাতা
  11. ১/২ চা চামচ গোটা জিরা
  12. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  13. ১ টা পেঁয়াজ বাটা
  14. ১/২ চা চামচ আদা বাটা
  15. ১/২ টা টমেটো কুচি
  16. ৫০ গ্রাম সর্ষের তেল
  17. পরিমান মতো জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিংড়ি মাছ গুলো ১ চা চামচ করে নুন, হলুদগুঁড়ো, আর শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    কড়াইয়ে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাছ গুলো ভেজে নিতে হবে।

  3. 3

    আর একটা কড়াইতে বাকি তেল টা গরম করে তাতে গোটা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে বাটা সব মশলা আর টমেটো কুচি দিয়ে ঢিমে আঁচ করে ভালো করে কষাতে হবে। এর মধ্যে সব গুঁড়ো মশলা গুলো দিয়ে আরো একটু সময় রান্না করতে হবে আর আলাদা করে তুলে রাখতে হবে। চিংড়ি মাছ গুলোর মধ্যেপরিমাণ মতো মশলার মিশ্রন মেশাতে হবে।

  4. 4

    এবার একটু জল মিশিয়ে রান্না হতে দিতে হবে। তারপর দুধ টা দিয়ে ঢিমে আঁচ করে একটু ঝোলটা শুকাতে হবে। শেষে গরম মশলা মিশিয়ে দিতে হবে।

  5. 5

    সবশেষে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরিপরিবেশন এর জন্য দুধ চিংড়ির মালাইকারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharmila Majumder
Sharmila Majumder @cook_15520754

Similar Recipes