রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
  1. 500 গ্রাম চিকেন
  2. 1 আঁটি মেথি শাক
  3. 1 টা তেজপাতা
  4. 1 টা শুকনো লঙ্কা
  5. 2-3 টি কাঁচা লঙ্কা
  6. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  7. 2 চা চামচ আদা রসুন বাটা
  8. 1/2 কাপ পিঁয়াজ কুচি
  9. 1 চা চামচ ধনে গুঁড়ো
  10. 1 চা চামচ জিরে গুঁড়ো
  11. 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো
  12. 1 চা চামচ গরম মশলা গুঁড়ো
  13. 1 টেবিল চামচ সর্ষের তেল
  14. স্বাদ মতোলবণ
  15. 1 চা চামচচিনি
  16. 1টেবিল চামচ টক দই
  17. 1 টেবিল চামচটমেটো কুচি
  18. 5-6 টুকরোআলু অর্ধেক করে কাটা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    শাক ভাল করে ধুয়ে কুচি করে বা বেটে নিতে হবে।

  2. 2

    চিকেন লবণ টক দই ও গোলমরিচ দিয়ে আধা ঘন্টা ঢেকে রাখতে হবে।

  3. 3

    কড়াতে তেল গরম করে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলু ভেজে নিতে হবে ঐ তেলে পিঁয়াজ কুচি রসুন আদা বাটা টমেটো কুচি ও অন্যসব গুঁড়ো মশলা দিয়ে কষতে হবে। চিকেন দিয়ে আবার কষতে হবে। একটু কষিয়ে মেথি শাক বাটা দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে।

  4. 4

    হয়ে গেলে গরম মশলা গুঁড়ো ও চিনি দিয়ে নাড়িয়ে নামাতে হবে।পরিবেশন করতে হবে। গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটা র সাথে খুব ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ruby Dey
Ruby Dey @cook_16881440

মন্তব্যগুলি

Similar Recipes