মুলোর পায়েস (mulor payesh recipe in Bengali)

Shrabani Biswas Patra
Shrabani Biswas Patra @rondhon_1993

#আহারেই তৃপ্তি

ভীষন টেস্টি একটি মিষ্টির রেসিপি যা কালের সবজি মূলো এবং নলেন গুড়ের এক অসাধারণ মেলবন্ধন।।।

মুলোর পায়েস (mulor payesh recipe in Bengali)

#আহারেই তৃপ্তি

ভীষন টেস্টি একটি মিষ্টির রেসিপি যা কালের সবজি মূলো এবং নলেন গুড়ের এক অসাধারণ মেলবন্ধন।।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. 2টি বড়ো মূলো
  2. 500 গ্রামদুধ
  3. 1 কাপনলেন গুড়
  4. 2চা চামচ ঘি
  5. 8টা কাজু বাদাম
  6. প্রয়োজন অনুযায়ী কিসমিস,
  7. 5-6টা আমন্ড
  8. 4চা চামচ আমূল দুধ
  9. 2টা এলাচ
  10. ১ইঞ্চি দারুচিনি

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে বড়ো সাইজের মুলো নিয়ে অনেকটা করে খোসা ফেলে ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেট করে নিতে হবে।

  2. 2

    মুলোর গন্ধ যাতে না থাকে সে জন্যে গরম জলে 5 মিনিট ভাপিয়ে নিতে হবে।।।এমন ভাবে ভাপাতে হবে যাতে গোলে না যায়।

  3. 3

    ভাপানোর পরে জল ঝরিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে চেপে চেপে জল ঝরিয়ে ছড়িয়ে রাখতে হবে।

  4. 4

    অন্যদিকে দুধ জাল দিয়ে ঘনো করে নিতে হবে।

  5. 5

    কাজু কিসমিস একটু ঘি তে ভেজে তুলে রাখতে হবে।।এবং ওই ঘি তেই মূলো গুলো একটু নাড়াচাড়া করে দুধ টা ঢেলে জাল দিতে হবে।

  6. 6

    কাজু,কিসমিস,আলমন্ড কুচি দিয়ে নাড়তে হবে।

  7. 7

    সমানে নাড়ার পর দুধ ঘনো এবং মুলো সেদ্ধ হয়ে এলে গুড় এবং আমূল দুধ এক চামচ জলে একটু গুলে দিয়ে দিতে হবে।

  8. 8

    এলাচ আর দারচিনি দিয়ে আরেকটু ফুটিয়ে ঘি ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shrabani Biswas Patra
Shrabani Biswas Patra @rondhon_1993

মন্তব্যগুলি

Similar Recipes