ধনেপাতা চিকেন (dhonepata chicken recipe in Bengali)

Somita Dutta
Somita Dutta @cook_20291129

#chicken
#আমারপ্রথমরেসিপি

ধনেপাতা চিকেন (dhonepata chicken recipe in Bengali)

#chicken
#আমারপ্রথমরেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
৪ জন
  1. ৫০০ গ্রাম চিকেন মাঝারি সাইজের পিস করে কাটা
  2. ১৫০ গ্রাম ধনেপাতা
  3. ১ টি বড় পেঁয়াজ
  4. ২০-২২ কোয়া রসুন
  5. ১/২" ১ টি আদা
  6. ১ টি গোটা কাঁচা লঙ্কা
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. ১ চা চামচ সাদা জিরে (গোটা)
  10. ১ চা চামচ ধনে (গোটা)
  11. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  12. ৬ টেবিল চামচ সর্ষের তেল
  13. ১/২ চা চামচ চিনি
  14. স্বাদমত নুন

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    পেঁয়াজ অর্ধেকটা কুচিয়ে নিতে হবে ও বাকি অর্ধেকটা রসুন ও আদা দিয়ে এক সাথে বেটে রাখতে হবে। গোটা সাদা জিরে ও গোটা ধনে একটু শুকনো ভেজে নিয়ে তারপর ধনেপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে এক সাথে বেটে নিতে হবে।

  2. 2

    কুচোনো পেঁয়াজ, নুন ও পরিমান মত জল দিয়ে চিকেন সেদ্ধ করে নিতে হবে, তারপর সেদ্ধ করা চিকেন ও চিকেন সেদ্ধর জল (চিকেন স্টক) আলাদা করে রাখতে হবে।

  3. 3

    সর্ষের তেল গরম করে প্রথমে পেঁয়াজ-আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি ও নুন দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ করা চিকেন ও ধনেপাতা-সাদা জিরে-ধনে-কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    তারপর চিকেন সেদ্ধর জল (চিকেন স্টক) দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষন রাখতে হবে, গ্রেভি ঘন হয়ে চিকেনের গায়ে মেখে গেলে গরম মশলা গুঁড়ো ও কুচোনো ধনেপাতা ছড়িয়ে হালকা করে মিশিয়ে নামিয়ে নিতে হবে ধনেপাতা চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Somita Dutta
Somita Dutta @cook_20291129

মন্তব্যগুলি

Similar Recipes