ভেজ রোল (veg roll recipe in Bengali)

Madhabi De
Madhabi De @cook_20208100

#আমার প্রিয় স্নাক্স রেসিপি

ভেজ রোল (veg roll recipe in Bengali)

#আমার প্রিয় স্নাক্স রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. কোণ তৈরির উপকরণ
  2. 250 গ্রামময়দা
  3. 1.5 চা চামচ ইস্ট
  4. 1টেবিল চামচ চিনি
  5. 100এম এল হালকা গরমজল
  6. 50এম এল হালকা গরম দুধ
  7. 1/8 কাপরিফাইন্ড অয়েল
  8. পুর এর উপকরণ
  9. 1/2 কাপকরে আলু, গাজর কুচি
  10. 1/2 কাপকড়াইশুঁটি
  11. 1চা চামচ আদাকুচি
  12. 1/2চা চামচ হলুদ গুঁড়া আর লংকার গুঁড়া
  13. স্বাদমতো নুন চিনি
  14. 1চা চামচ কাঁচালঙ্কা কুচি
  15. 1/2চা চামচ আমচুর পাউডার
  16. 11/2চা চামচ ভেজে গুঁড়ো করে রাখা ধোনে জিরা
  17. 1চা চামচ কসুরি মেথি
  18. 2টেবিল চামচরান্নার জন্য রিফাইন্ড তেল
  19. 1চা চামচ গোটা সাদা জিরা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটা পাত্রে হালকা গরম জল আর চিনি ভালো করে মিশিয়ে ইস্ট টা চামচ দিয়ে হালকা ভাবে মেশাতে হবে ভালো করে কভার করে পাত্র টা গরম জায়গায় 10মিনিট মতো রাখতে হবে.

  2. 2

    আর একটা পাত্রে ময়দা নুন মিশিয়ে মাজখানে গর্ত করে ইস্ট দুধ দিয়ে মাখতে হবে কিছুক্ষন পর তেলটা দিয়ে নরম করে মেখে ভালো করে পাত্রটা ঢেকে হালকা গরম জায়গায় 1 ঘন্টা থেকে 11/2 ঘন্টা রেখে দিতে হবে

  3. 3

    কড়াইতে তেল দিয়ে জিরা আদাকুচি ফোড়ন দিয়ে আগের থেকে ভাপিয়ে রাখা সবজি দিয়ে নাড়াচাড়া করে হলুদ লঙ্কাগুঁড়া, নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিষ্টি কাঁচালঙ্কাকুচি দিতে হবে আমচুর পাউডারটাও দিতে হবে সবজি সেদ্দ হয়ে গেলে নামানোর আগে ভাজা ধোনে জিরাগুঁড়া আর কাসুরিমেথি দিতে হবে

  4. 4

    এক ঘন্টা পর মণ্ড ফেঁপে উঠলে আরো একবার মেখে বড়ো চৌকো করে বেলে লম্বা লম্বা সরু সরু ফিতে র মতো কাটতে হবে

  5. 5

    ক্রিমরোল এর মৌল্ড এ একটা করে ফিতে পেচিয়ে কোণ এর আকার দিতে হবে আবার 10মিনিট কোণ গুলো কে ঢেকে রাখতে হবে

  6. 6

    10মিনিট পর কোণ গুলোর উপরে মিল্ক ব্রাশ করে ইচ্ছা হলে উপরে একটু সাদা তিল আর সামান্য অরিগানো ছিটিয়ে 180 ডিগ্রী তে প্রি হিট ওভেন এ 15থেকে 20মিনিট বেক করলেই তৈরী হয়ে যাবে ভেজ রোল এর কোণ

  7. 7

    ওভেন থেকে বের করে কোণ গুলোর উপরে ভালো করে মাখন ব্রাশ করতে হবে একটু ঠান্ডা হলে কোণ গুলোর মধ্যে পুর ভোরে একটু মেয়োনিজ আর কাজু বাদাম কুঁচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhabi De
Madhabi De @cook_20208100

মন্তব্যগুলি

Similar Recipes