বাঁধাকপির কোপ্তা কারি(bandhakopir kopta curry recipe in Bengali)

Jyoti Santra
Jyoti Santra @Jyoti1996
Antisara, Hooghly

বাঁধাকপির কোপ্তা কারি(bandhakopir kopta curry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. @কোপ্তার জন্য
  2. ১কাপগ্রেট করা বাঁধাকপি
  3. ২-৩টি কাঁচা লঙ্কা কুচি
  4. ১ টি পেঁয়াজ কুচানো
  5. ২ কাপবেসন
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১/২ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১টেবিল চামচ ধনে জিরা গুঁড়ো
  9. স্বাদ অনুযায়ী নুন
  10. প্রয়োজন অনুযায়ী ভাজার জন্য সর্ষের তেল
  11. @কারির জন্য
  12. ১ টি পেঁয়াজ কুচানো
  13. ১.১/২ টেবিল চামচ আদা রসুন বাটা
  14. ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  15. ১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  16. ১/২ টেবিল চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  17. ২টেবিল চামচ ধনে জিরা গোলমরিচ একসাথে গুঁড়ো
  18. ১টা মাঝারি সাইজের টমেটো কুচি
  19. ২টেবিল চামচ কাজুবাদাম বাটা
  20. ১/২ কাপ টক দই
  21. স্বাদ অনুযায়ী নুন ও চিনি
  22. ১/২টেবিলচামচ গরম মসলা গুঁড়ো
  23. ১.১/২টেবিল চামচ ঘি
  24. ২টি তেজপাতা
  25. ২-৩ টিএলাচ
  26. ১টুকরো দারচিনি
  27. ২-৩ টি লবঙ্গ
  28. প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা পাত্রে কোপ্তা করার সমস্ত উপকরন নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে

  2. 2

    এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ওর মধ্যে ওই মিশ্রণ থেকে অল্প করে নিয়ে কোপ্তা আকারে গড়ে ভেজে নিতে হবে

  3. 3

    এবার অন্য আরেকটি কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে পেয়াজ কুচি দিয়ে একটু ভেজে ওর মধ্যে আদা রসুন বাটা, টমেটো কুচি ও বাকি গুঁড়ো মশলা, নুন ও অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলা টাকে কষিয়ে নিতে হবে

  4. 4

    মশলা টা কষানো হয়ে গেলে ওর মধ্যে কাজুবাদাম বাটা, ফেটানো টক দই ও স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আরেকটু কষিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে

  5. 5

    ফুটে উঠলে ওর মধ্যে আগে থেকে বানানো কোপ্তা গুলো দিয়ে ২-৩ফুটিয়ে ওর মধ্যে ঘি ও গরম মসলা গুঁড়ো দিয়ে ১মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরী বাঁধাকপির কোপ্তা কারি।গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jyoti Santra
Jyoti Santra @Jyoti1996
Antisara, Hooghly

মন্তব্যগুলি

Similar Recipes