কাঁচকলার কোপ্তা কারি (Kanchakolar kopta curry recipe in Bengali)

Priyanka Bose
Priyanka Bose @cook_27768469

কাঁচকলার কোপ্তা কারি (Kanchakolar kopta curry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
৪জন
  1. ২টোকাঁচা কলা,আলু ছোট ২টো সিদ্ধ করা
  2. ৪চা চামচটমেটো কাঁচালঙ্কা বাটা
  3. ১/২ চা চামচধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো করে
  4. স্বাদমতোনুন
  5. পরিমাণ মতোধনেপাতা কুচানো অল্প
  6. ১ চা চামচ গরম মশালা
  7. প্রয়োজন অনুযায়ীশুকনো লঙ্কা১টা, গোটা জিরে১/২ চামচ, দালচিনি ১টুকরো ফোড়ন এর জন্য
  8. ৪চা চামচ সরষের তেল
  9. ১চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    সিদ্ধ করা কাঁচাকলা ও আলু হাত দিয়ে ভালো করে মেখে নিন

  2. 2

    এর মধ্যে নুন,চিনি, ধনে গুড়ো, লঙ্কাগুঁড়ো, হলুদ ধনে পাতা দিয়ে ভালো করে মেখে নিন

  3. 3

    ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে তাতে মিশ্রণ থেকে ছোট ছোট বল করে তালুর সাহায্যে চাপ দিয়ে চ্যাপ্টা করে ভেজে নিন

  4. 4

    ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে ফোড়ন দিন শুকনো লঙ্কা, জিরে দালচিনি ও সামান্য চিনি

  5. 5

    ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে টমেটো কাঁচালঙ্কা বাটা র পেস্ট দিয়ে ভালো করে ভাজুন যতক্ষণ না তেল ছাড়ে

  6. 6

    এবার এতে হলুদ গুঁড়ো নুন,লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কষে প্রয়োজন মত জল দিয়ে ফুটিয়ে নিন

  7. 7

    ফুটে উঠলে আগে থেকে ভাজা কোপ্তা গুলো দিয়ে আরো ২ মিনিট ফুটিয়ে নিন।

  8. 8

    গরম মশালা ও ধনেপাতা কুচানো দিয়ে নেড়ে সার্ভ করুন সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার কোপ্তা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Bose
Priyanka Bose @cook_27768469

মন্তব্যগুলি

Similar Recipes