চিংড়ি মাছের বিরিয়ানি

Rimpa Bose Deb
Rimpa Bose Deb @cook_12406255
Pune

চিংড়ি মাছের বিরিয়ানি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40-45 মিনিট
2 জন
  1. 500গ্রাম চিংড়ি মাছ
  2. 300গ্রাম বাসমতী চাল
  3. 4টেবিল চামচ ঘি
  4. 2কাপ পিঁয়াজ কুচি
  5. 2টেবিল চামচ আদা রসুন বাটা
  6. 3টেবিল চামচ টক দই
  7. 3টেবিল চামচ বিরিয়ানি মশলা
  8. 1চা চামচ জিরে গুঁড়ো
  9. 2টেবিল চামচ গোলাপ জল
  10. 2টেবিল চামচ কেওড়া জল
  11. 2ফোঁটা মিঠা আতর
  12. পরিমাণ মতো সামান্য ফুড কালার
  13. স্বাদ মত নুন
  14. 1চা চামচ গোটা গরম মশলা
  15. 4-5টা তেজপাতা
  16. 1টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

40-45 মিনিট
  1. 1

    প্রথমে চিংড়ি মাছে একটু নুন মাখিয়ে রাখতে হবে। এর পর চিংড়ি মাছের সাথে আদা রসুন বাটা, টক দই, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা 1 টেবিল চামচ, গোলাপ জল 1 টেবিল চামচ ও কেওড়া জল 1 টেবিল চামচ, নুন ও 1 ড্রপ মিঠা আতর দিয়ে চিংড়ি মাছ গুলো কে ম্যারিনেট করে 1 ঘন্টা রাখতে হবে।

  2. 2

    গোটা গরম মশলা, তেজ পাতা ও নুন সহযোগে ভাত টা করে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াইয়ে বা হাড়িতে তেল দিয়ে ওতে প্রথমে পিঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে তারপর ওটা গোল্ডেন কালার হয়ে এলে ওতে চিংড়ি মাছ গুলো দিয়ে ভাল করে নাড়তে হবে।

  4. 4

    4-5 মিনিট রান্না করতে হবে তারপর তৈরি করা ভাত ওপোরে ছড়িয়ে দিয়ে ওতে একে একে ঘি, বাকি বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, সামান্য ফুড কালার দিয়ে ভালো করে চাপা দিয়ে ধীমি আচে দমে বসাতে হবে অন্তত 1/2 ঘন্টা।

  5. 5

    1/2 ঘন্টা পর ঢাকনা খুলে ভাল করে মিশিয়ে নিতে হবে ও গরম গরম পরিবেশন করতে হবে চিংড়ি বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rimpa Bose Deb
Rimpa Bose Deb @cook_12406255
Pune
Cooking is my pation
আরও পড়ুন

Similar Recipes