মোচার ঘন্ট(mochar ghonto recipe in Bengali)

Debjani Paul
Debjani Paul @bake0clock

#ebook2
যে কোনো পুজোতে এই নিরামিষ রান্নাটি করা যায়।

মোচার ঘন্ট(mochar ghonto recipe in Bengali)

#ebook2
যে কোনো পুজোতে এই নিরামিষ রান্নাটি করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫মিনিট
৪জনের জন্যে
  1. ১টি ছোটো মোচা
  2. ২টি আলু
  3. ৩চা চামচ মটর ডাল
  4. ২চা চামচ জিরা বাটা
  5. ১চা চামচ আদা বাটা
  6. ১চা চামচ লঙ্কা বাটা
  7. ১টি তেজ পাতা
  8. ২টি শুকনো লঙ্কা
  9. ৩টেবিল চামচ তেল
  10. ১.৫চা চামচ নুন
  11. ১/৩ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১/২চা চামচ গরম মশলা গুঁড়ো
  13. ১চা চামচ ঘি
  14. ১চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩৫মিনিট
  1. 1

    মোচা কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে রাখো।

  2. 2

    আলু ডুমো ডুমো করে কেটে ভেজে নাও।

  3. 3

    মটর ডাল ভিজিয়ে রেখে বেটে নিতে হবে।নুন দিয়ে ভালোকরে ফেটে নাও।

  4. 4

    ডালের বরা ভেজে নাও।

  5. 5

    করাইতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব বাটা মশলা গুলো দিয়ে কষিয়ে নাও।এরপরে আলু আর মোচা দিয়ে নাড়তে থাক।

  6. 6

    জল শুকিয়ে গেলে নুন হলুদ মিষ্টি দিয়ে সামান্য জল দাও।তারপরে বরা দিয়ে ঢাকা দিয়ে দাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debjani Paul
Debjani Paul @bake0clock

Similar Recipes