মাসালা পমফ্রেট ফ্রাই(masala pomfret fry recipe in Bengali)

Susmita Kesh
Susmita Kesh @susmita007

#পরিবারের প্রিয় রেসিপি

মাসালা পমফ্রেট ফ্রাই(masala pomfret fry recipe in Bengali)

#পরিবারের প্রিয় রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১টি পমফ্রেট মাছ
  2. ১/২চা চামচ চিনি গুঁড়া
  3. ১ চা চামচ১ চামচ হলুদ গুঁড়া
  4. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  5. ১ চা চামচভাজা জিরার গুঁড়া
  6. ১ চা চামচ ধনে গুঁড়া
  7. প্রয়োজন অনুযায়ী ড্রাই মিন্ট পাউডার
  8. ১/২ চা চামচ চাট মশলা
  9. ১ টি লেবুর রস
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. ভাজবার জন্য লাগবে....
  12. ২চা চামচ ময়দা
  13. ১ চা চামচ সুজি
  14. স্বাদ অনুযায়ীসামান্য নুন
  15. ২চা চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছটির ওপরের অংশের ছুরি দিয়ে অল্প অল্প করে আরাআরি কেটে নিতে হবে. এরপর একটি পাত্রে সমস্ত মশলা মিশিয়ে নিতে হবে এবং মাছটিকে মসলার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে

  2. 2

    মাছটির উপরে লেবুর রস ছড়িয়ে আধঘন্টা ম্যারিনেট করার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে.

  3. 3

    একটি পাত্রে ময়দা সুজি ও নুন মিশিয়ে নিতে হবে এবং মাছটির দুপিঠ ভালোভাবে মিশ্রণটি মাখিয়ে নিতে হবে. এরপর ফ্রাইপ্যানে তেল লাগিয়ে মাছটিকে দুপিঠ ভালোভাবে ভেজে উপর থেকে সামান্য লেবুর রস ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Susmita Kesh
Susmita Kesh @susmita007

Similar Recipes