চিকেন রেজালা(chicken rezala recipe in Bengali)

Shahin Akhtar
Shahin Akhtar @cook_22361236
Kolkata Rajarhat

#পরিবারের প্রিয় রেসিপি

চিকেন রেজালা(chicken rezala recipe in Bengali)

#পরিবারের প্রিয় রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৭৫০ গ্রামচিকেন
  2. পরিমান মতোগোটা গরম মশাল
  3. ২ টোপেঁয়াজ রিং করে কাটা
  4. ৩ টে পেঁয়াজ বাটা
  5. ৩টেকাঁচা লঙ্কা কাটা
  6. ৪টেশুকনো লঙ্কা
  7. ৪চা চামচআদারসুন বাটা
  8. ২০০গ্রামটক দই
  9. ৪চা চামচঘি
  10. ১চা চামচগরম মশলা গুড়ো
  11. স্বাদমতোনুন+চিনি
  12. ১/৪কাপ +১চা চামচকাজু +পোস্ত বাটা
  13. ১/২কাপসাদা তেল
  14. ১ চা চামচগোল মরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন পিষ ধুয়ে জল ঝরিয়ে তাতে টকদই, গোল মরিচ গুড়ো,নুন, সাদাতেল,আদারসুন বাটা দিয়ে মাখিয়ে রাখতে হবে ২-৩ ঘন্টা।

  2. 2

    গ্যাস অন করে কড়া বসিয়ে তাতে ঘি সাদা তেল দিয়ে গরম হলে গোটা গরম মশলা,শুকনো লঙ্কা দিয়ে ১০ সেকেন্ড ফ্রাই করে একে একে পিয়াজ বাটা,আদারসুন বাটা দিয়ে কষে নিতে হবে। এবার কাঁচা লঙ্কা কুচি, কাজুপোস্ত বাটা,টকদই, নুন, চিনি দিয়ে কষে নিতে হবে।

  3. 3

    এবার ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালো করে কষে নিতে হবে এবার জল দিয়ে জোরআঁচে ১৫ মিনিট রান্না করতে হবে।তেল বের হলে রিং পিয়াজ দিয়ে রান্না করতে হবে আরো ৫ মিনিট।এবার নুন,চিনি,ঘি, গরমমশলা দিয়ে ঢাকা দিয়ে ধিমে আঁচে রান্না করতে হবে ৫মিনিট।

  4. 4

    তৈরী হয়ে গেলো চিকেন রেজালা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shahin Akhtar
Shahin Akhtar @cook_22361236
Kolkata Rajarhat

Similar Recipes