ভ্যানিলা কাজু কুলফি(vanilla kaju kulfi recipe in Bengali)

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

#ব্রেকফাস্ট রেসিপি

ভ্যানিলা কাজু কুলফি(vanilla kaju kulfi recipe in Bengali)

#ব্রেকফাস্ট রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1/2 লিটার দুধ
  2. 20টা কাজু
  3. 1 চা চামচকর্ণ ফ্লাওয়ার
  4. 4টেবিল চামচ মালাই (ঘরে বানানো)
  5. 1 ছোট বাটিচিনি
  6. 1 চা চামচভ্যানিলা এসেন্স

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথম এ দুধ গ্যাস এ বসিয়ে একটু জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে । তার পর ওর মধ্যে চিনি দিয়ে আরও নেরে নেরে ঘন করে নিতে হবে ।

  2. 2

    কাজু বাদাম গুলো ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে । খুব গুঁড়ো করার দরকার নেই । একটু দরদরা মতো হবে।

  3. 3

    একটা বাটির মধ্যে অল্প একটু ঠান্ডা লিকুইড দুধ নিয়ে ওর মধ্যে এক চা চামচ কর্ণ ফ্লাওয়ার নিয়ে গুলো নিতে হবে ।

  4. 4

    দুধ টা বেশ ঘন হয়ে এলে ওর মধ্যে গুলে রাখা কর্ণ ফ্লাওয়ার টা দিয়ে দিতে হবে ।

  5. 5

    নারতে হবে অনবরত । তার পর ওর মধ্যে কাজু গুঁড়ো টাও দিয়ে দিতে হবে ।অনবরত নেরে নেরে বেশ ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে ।

  6. 6

    একটু ঠান্ডা হলে একটা মিক্সি জারে দিয়ে ওর মধ্যে মালাই টা দিয়ে ব্লেন্ড করে নিতে হবে ।

  7. 7

    তার পর ওর মধ্যে ভ্যানিলা এসেন্স টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা এয়ার টাইট কণ্টিনারে ঢেলে নিয়ে তার ওপর একটা পলিথিন রেপার দিয়ে ঢেকে দিতে হবে ।

  8. 8

    তার পর ঢাকনা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তিন থেকে চার ঘণ্টা ।

  9. 9

    তিন ঘন্টা পর একটু জমে যাবে বের করে নিয়ে আরও একবার ব্লেন্ড করে নিতে হবে।নিয়ে আবার ও কন্টিনারে ঢেলে পলিথিন রেপার দিয়ে ঢেকে ঢাকনা বন্ধ করে পাঁচ ছয় ঘণ্টা রেখে দিতে হবে ।

  10. 10

    ব্যাস তাহলেই রেডি ভ্যানিলা কাজু কুলফি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

Similar Recipes