ফিস রোল (fish roll recipe in bengali)

Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

#ebook2
#পূজা2020
#দূর্গা পূজা

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সময় একটু স্পেশাল স্ন্যাকস না হলে চলে। ফিস রোল একটি মুখরোচক স্ন্যাকস আইটেম। চায়ের সাথে পূজোর আড্ডায় যদি থাকে এই ফিস রোল তালে ব্যাপারটা আরো জমজমাট হবে।

ফিস রোল (fish roll recipe in bengali)

#ebook2
#পূজা2020
#দূর্গা পূজা

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সময় একটু স্পেশাল স্ন্যাকস না হলে চলে। ফিস রোল একটি মুখরোচক স্ন্যাকস আইটেম। চায়ের সাথে পূজোর আড্ডায় যদি থাকে এই ফিস রোল তালে ব্যাপারটা আরো জমজমাট হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
4জন
  1. 400 গ্রামকাতলা মাছের পেটি
  2. 1 টিবড় সাইজের আলু সিদ্ধ
  3. 1 টিবড় পেঁয়াজ কুঁচি
  4. 1/2 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচরসুন বাটা
  6. 1/2 চা চামচগোলমরিচ গুড়ো
  7. 1/2 চা চামচচিলি ফ্লেক্স
  8. 1/2 চা চামচলেবুর রস
  9. 1টেবিল চামচ ধনেপাতা কুচি
  10. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  11. 1/2 চা চামচধনে গুঁড়ো
  12. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  13. 2 টিডিম
  14. 2 কাপব্রেডক্রাম্ব
  15. স্বাদমতোনুন ও চিনি
  16. পরিমান মতোভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    মাছের টুকরো গুলো নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। মাছ ঠান্ডা হলে কাঁটা ছাড়িয়ে নিতে হবে।

  2. 2

    কড়াই তে 1টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর আদা - রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে হলুদ, ধনে জিরে গুড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে চটকানো আলু সিদ্ধ, মাছ দিয়ে তার মধ্যে স্বাদমতো নুন ও চিনি, লেবুর রস, ধনে পাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    মাছের পুর ঠান্ডা হলে তার থেকে কিছুটা অংশ হাতে নিয়ে রোলের মত গড়ে নিতে হবে। একটি পাত্রে ডিম নুন গোল মরিচ আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। রোলগুলো ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বের কোট করে নিতে হবে।

  4. 4

    ব্রেডক্রাম্ব মাখানো রোলগুলো 30 মিনিট ফ্রিজে রেখে সাদা তেলে একটা একটা করে লাল করে ভেজে নিলেই রেডি সুস্বাদু ফিস রোল। স্যালাড আর কাসুন্দি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

মন্তব্যগুলি (4)

Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007
অনেক অনেক ধন্যবাদ...শুভ বিজয়ার শুভেচ্ছা রইল

Similar Recipes