কাবলি ছোলে ফিঙ্গার (Kabli Chole Finger Recipe in Bengali)

Rakhi Dey Chatterjee
Rakhi Dey Chatterjee @cook_23565758
Howrah (Bagnan)

#স্ন‍্যাক্স

কাবলি ছোলে ফিঙ্গার (Kabli Chole Finger Recipe in Bengali)

#স্ন‍্যাক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৫ জন
  1. ১বাটি কাবলি ছোলা সেদ্ধ
  2. ১/২ টমাটোকুচি
  3. ১/২ ক্যাপ্সিকাম
  4. ১টা পিঁয়াজ
  5. ৬টা রসুন কোয়া
  6. প্রয়োজন অনুযায়ী বেডকাম্ব
  7. স্বাদ অনুযায়ী নুন
  8. ১ চা চামচ আদাবাটা
  9. ১টা ছোট প‍্যাকেট নুডুলস্ মশালা
  10. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ৩টে কাঁচালঙ্কাকুঁচি
  12. স্বাদ অনুযায়ী চিনি
  13. প্রয়োজন অনুযায়ী সাদাতেল
  14. ১ চা চামচ কর্নফ্লাওয়ার
  15. ১/২ চা চামচ খাবার সোডা
  16. ১টা ছোটো আলু সেদ্ধ
  17. ১/২ গাজর কুচি

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    প্রথমে আলু ও কাবলি ছোলা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার উপকরন গুলো এক এক করে কড়াতে দিয়ে সব মশলা দিয়ে ভাল করে নাড়তে হবে।

  3. 3

    এবার একটা জায়গায় রেখে ভাল করে মেখে নিয়ে হাতে তেল লাগিয়ে ২চামচ করে মাখা নিয়ে ফিঙ্গার এর আকার দিতে হবে।

  4. 4

    এবার কনফ্লায়ার ও খাবার সোডা ও একটু নুন দিয়ে একসঙ্গে গুলে নিতে হবে।ওতে ফিঙ্গার ডুবিয়ে বেডকামেতে কোট করে তেলে ছেড়ে দিতে হবে।

  5. 5

    এবার তেল থেকে তুলে স‍্যালাড ও সস্ সহযোগে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rakhi Dey Chatterjee
Rakhi Dey Chatterjee @cook_23565758
Howrah (Bagnan)
রান্না করতে ভালবাসি ও রান্না করে খাওয়াতে ভালবাসি
আরও পড়ুন

Similar Recipes