চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

Dipika Saha
Dipika Saha @cook_26372960
Raiganj

চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
২জন
  1. ২০০গ্রাম চিকেন
  2. ৫০গ্রাম টক দই
  3. ৩ চা চামচ কর্ণফ্লাওয়ার
  4. ১টা ডিম
  5. ১ চা চামচ রসুন বাটা
  6. ১ চা চামচ আদা বাটা
  7. ২টো পেঁয়াজ কিউব করে কাটা
  8. ১টা ছোট ক্যাপ্সিকাম কিউব করে কাটা
  9. ১/২ চা চামচ আদা কুচি
  10. ১/২ চা চামচ রসুন কুচি
  11. প্রয়োজন অনুযায়ী সোয়া সস
  12. প্রয়োজন অনুযায়ী টমাটো সস
  13. স্বাদ মতগোলমরিচের গুঁড়ো
  14. ৩ চা চামচ ময়দা
  15. ৮/৯ টা কাঁচা লঙ্কা চেরা
  16. স্বাদ মতলবণ
  17. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  18. হলুদ
  19. প্রয়োজন অনুযায়ী গরম জল
  20. পরিমাণ মতসাদা তেল
  21. ১ চা চামচ সাদা তিল
  22. স্প্রিং ওনিয়ন কুঁচি

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে টক দই, রসুন বাটা,আদাবাটা,গোলমরিচের গুড়ো,লবণ,হলুদ,কাশ্মীরী লঙ্কার গুড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা,ডিম দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ২৫মিনিট।

  2. 2

    এরপর একটা কড়াইয়ে সাদাতেল গরম করে তাতে চিকেনের পিস গুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার তেলে রসুন কুঁচি, আদা কুঁচি, পেয়াঁজ,ক্যাপ্সিকাম,কাঁচা লঙ্কা, লবণ, লঙ্কার গুড়ো হলুদ দিয়ে হাল্কা করে ভাজা হলে সোয়া সস্ আর টমাটো সস্ দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে।

  4. 4

    তারপর একটা বাটিতে কর্নফ্লাওয়ার জল গুলে নিয়ে ওই জলটা ঢেলে আর চিকেন পিস গুলো দিয়ে একটু ফোটাতে হবে।

  5. 5

    শেষে গ্যাসটা বন্ধ করে স্প্রিং ওনিয়ন ও সাদা তিল উপর দিয়ে ছড়িয়ে চাউওমিন, নান বা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন গরম গরম "চিলি চিকেন"।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dipika Saha
Dipika Saha @cook_26372960
Raiganj
রান্না করতে ভালোবাসি💖 আর নতুন নতুন রান্না করে খাওয়াতের খুব ভালোবাসি 😊.
আরও পড়ুন

মন্তব্যগুলি (12)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
Hello dear 🙋
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊

Similar Recipes