মুগ ডালের নমকিন

Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh

বিকেলের চায়ের সাথে মুচমুচে মুগডালের নমকিন,কৌটায় রেখে বেশ কিছু দিন খাওয়া
যায়।

# Mother's Kitchen

মুগ ডালের নমকিন

বিকেলের চায়ের সাথে মুচমুচে মুগডালের নমকিন,কৌটায় রেখে বেশ কিছু দিন খাওয়া
যায়।

# Mother's Kitchen

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1/2 কাপমুগডাল
  2. 1/3 কাপময়দা
  3. 1/3 কাপআটা
  4. 1টেবিল চামচ কালোজিরা
  5. 1টেবিল চামচ সুকনা মরিচের গুঁড়ো
  6. 1 চা চামচগোল মরিচের গুঁড়ো
  7. 1 চা চামচজিরা গুঁড়ো
  8. 1 চা চামচলাল মরিচের গুঁড়ো
  9. 1/2 চা চামচআদাবাটা
  10. 1/2 চা চামচরসুন বাটা
  11. স্বাদমতোলবণ
  12. পরিমান মতো তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মুগ ডাল টাকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর সব উপকরণ এক সাথে গুছিয়ে নিব।

  2. 2

    তারপর ডালটা মিহি করে বেটে নিব, এখন আটা, ময়দা, ও সব গুঁড়া উপকরন, আদা ওরসুন বাটা দিয়ে লবণ সাদ বুঝে ও 1 টেবিল চামচ তেল দিয়ে মেখে নিব।

  3. 3

    পানির প্রয়োজন হবে না, তারপর সব মিশ্রন এক সাথে মেখে নিব, এখন ছোট ছোট বল বানিয়ে বলে তেল মাখিয়ে পাতলা রুটি বানিয়ে তিন কৌনা সেইফ করে কেটে নিব,।

  4. 4

    একটা প্লেটে তেল মেখে সবগুলি নিমকি বানিয়ে রাখবো, তারপর চুলায় পেন বসিয়ে ডুবো তেলে মচমচে করে নিমকিন গুলি ভেজে নিব,

  5. 5

    স্পাইসি এই নিমকিন খেতে অসাধারণ, বেশ কিছু দিন সংরক্ষণ করে খাওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh
My passion is cooking 🍕🍴
আরও পড়ুন

মন্তব্যগুলি (5)

Similar Recipes