মুগ ডালের কচুরী (Moong daler kochuri recipe in Bengali)

Sarmi Sarmi
Sarmi Sarmi @7974_2009SSK

#নোনতা #দ্বিতীয়সপ্তাহ মুগ ডালের কচুরী আমার ছেলের খুব প্রিয়।খেতেও দারুণ হয়।তাই নোনতা রেসিপি হিসাবে এটাই করলাম😊।

মুগ ডালের কচুরী (Moong daler kochuri recipe in Bengali)

#নোনতা #দ্বিতীয়সপ্তাহ মুগ ডালের কচুরী আমার ছেলের খুব প্রিয়।খেতেও দারুণ হয়।তাই নোনতা রেসিপি হিসাবে এটাই করলাম😊।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
3জন
  1. 1 কাপমুগ ডাল
  2. 250 গ্রামময়দা
  3. 250 গ্রামতেল
  4. 1 চা চামচজিরে গুঁড়ো
  5. 1 চা চামচধনে গুঁড়ো
  6. স্বাদ অনুযায়ীলঙ্কা গুঁড়ো
  7. 1চা চামচজোয়ান
  8. স্বাদ মতনুন
  9. 1 চা চামচআদা বাটা অল্প
  10. স্বাদ মতকাঁচালঙ্কা কুচি অল্প
  11. 1 চিমটিহিং সামান্য
  12. প্রয়োজন অনুযায়ীধনেপাতা অল্প

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে মুগ ডাল জলে ভিজিয়ে রাখতে হবে তিন/চার ঘন্টা।তারপর ময়দা ভালো করে তেল,নুন আর জোয়ান দিয়ে মেখে রাখতে হবে।তারপর মুগ ডাল মিক্সিতে বেটে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে গোটা জিরে ফোরণ দিতে হবে।তার পর একটু হিং,আর বাকি সব মশলা তেলে দিয়ে নাড়তে হবে।তারপর মুগ ডাল বাটা টা দিতে হবে।ভালো করে ভাজতে হবে।নুন দিতে হবে।

  3. 3

    তারপর পুর তৈরী হলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।ময়দা থেকে লেচি কেটে ওর ভিতরে পুর ভরে নিতে হবে।একটু ছোটো মাপের লুচির মত বেলে নিতে হবে।গরম তেলে ভেজে নিতে হবে।কচুরী তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarmi Sarmi
Sarmi Sarmi @7974_2009SSK

মন্তব্যগুলি

Similar Recipes