সুজির কেশরিয়া রসোগোল্লা(sujir kesharia rasgulla recipe in bengali)

Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

#ebook2
নববর্ষের স্পেশাল রেসিপি
#ময়দার

নববর্ষের মেনু মিষ্টি ছাড়া অসম্পূর্ণ । বাড়িতে সুজি দিয়ে বানানো এই কেশরিয়া রসোগোল্লা যেমন পুষ্টিকর তেমন সুস্বাদু আর বানানো অত্যন্ত সহজ । সুজি , গমের থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরী হয়। এর সাথে দুধ মিশিয়ে এই মিষ্টি খুবই স্বাস্থ্যকর ।

সুজির কেশরিয়া রসোগোল্লা(sujir kesharia rasgulla recipe in bengali)

#ebook2
নববর্ষের স্পেশাল রেসিপি
#ময়দার

নববর্ষের মেনু মিষ্টি ছাড়া অসম্পূর্ণ । বাড়িতে সুজি দিয়ে বানানো এই কেশরিয়া রসোগোল্লা যেমন পুষ্টিকর তেমন সুস্বাদু আর বানানো অত্যন্ত সহজ । সুজি , গমের থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরী হয়। এর সাথে দুধ মিশিয়ে এই মিষ্টি খুবই স্বাস্থ্যকর ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
4 জন
  1. 500মিলি দুধ
  2. 1 কাপসুজি
  3. 1 কাপচিনি
  4. 1 কাপজল
  5. 1/2 চা চামচ দুধে ভেজানো কেশর
  6. 2 চা চামচঘি
  7. 2-3 টি ছোট এলাচ

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে একটি কড়াইতে দুধ গরম করতে হবে। তাতে 1চা চামচ ঘি দিয়ে হাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে।

  2. 2

    তারপর দুধে 1কাপ সুজি আস্তে আস্তে দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে ডেলা না পাকিয়ে যায় ।

  3. 3

    এরপর এতে 2 চামচ চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে । এবার এর মধ্য দুধে ভেজানো কেশর মিশিয়ে দিতে হবে । ধীরে ধীরে যখন সুজির মিশ্রণটি শুকিয়ে আসবে তখন কড়াই থেকে মিশ্রণটি নামিয়ে নিতে হবে।

  4. 4

    নামানোর পর গরম থাকা অবস্থাতেই হাতে ঘি লাগিয়ে রসোগোল্লার মত গোল করে নিতে হবে ।

  5. 5

    এরপর একটি কড়াইতে 1কাপ জলে 1কাপ চিনি ও এলাচ দিয়ে ফুটতে দিতে হবে । চিনি গলে গেলে রসোগোল্লা গুলো দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে।

  6. 6

    ব্যাস রেডি হয়ে গেল গরম গরম সুজির কেশরিয়া রসোগোল্লা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

মন্তব্যগুলি (6)

Similar Recipes