চিকেন ঘি রোস্ট (chicken ghee rosat recipe in Bengali)

Barnali Saha
Barnali Saha @Barnali_23

#স্পাইসি রেসিপি

চিকেন ঘি রোস্ট (chicken ghee rosat recipe in Bengali)

#স্পাইসি রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
তিনজন
  1. 600 গ্রামচিকেন
  2. 2 টি পেঁয়াজ
  3. 8 কোয়া রসুন
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচ গোটা জিরে
  6. 1 চা চামচমৌরি
  7. 1 চা চামচগোটা ধনে
  8. 2 টো লবঙ্গ
  9. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  10. 1 চিমটিমেথি
  11. 5টি কাশ্মীরি লঙ্কা
  12. 4টেবিল চামচ টক দই
  13. স্বাদমতোলবণ
  14. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  15. স্বাদমতগুড় বা অল্প চিনি
  16. 1/2 পাতিলেবু
  17. পরিমাণমতোঘি

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে চিকেন টাকে ধুয়ে নুন,হলুদ আর টক দই ও পাতি লেবু দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে কম করে 30 মিনিটের জন্য।

  2. 2

    এবার গোটা জিরে,ধনে,লবঙ্গ, মৌরি,মেথি,গোলমরিচ আর কাশ্মীরিলঙ্কাকে আলাদাভাবে শুকনো খোলায় হালকা নেড়ে নিতে হবে।

  3. 3

    এবার ভাজা মসলা টির সঙ্গে রসুনের কোয়া গুলো এবং আদা নিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিতে হবে।

  4. 4

    এবার কড়াইতে ঘি গরম করে তার মধ্যে প্রথমে ম্যারিনেট করা চিকেন গুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে।

  5. 5

    চিকেন গুলো হালকা ফ্রাই হয়ে গেলে তুলে নিতে হবে। এবার ওই ঘিয়ের মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে।

  6. 6

    পেঁয়াজ গুলো হাল্কা লাল হয়ে গেলে ওর মধ্যে মিক্সিতে পেস্ট করে রাখা মশলা গুলো দিয়ে খানিকক্ষণ কষাতে হবে।

  7. 7

    তার মধ্যেই ওই হালকা ভেজে রাখা চিকেন গুলো কে দিয়ে দিতে হবে। এবার অল্প একটু জল দিয়ে খানিকক্ষণ তেল বার হওয়ার অপেক্ষা করতে হবে।

  8. 8

    চিকেন থেকে তেল বেরিয়ে আসার পর অল্প একটু মিষ্টি দিয়ে ওরকম শুকনো শুকনো ভাবেই নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Barnali Saha
Barnali Saha @Barnali_23

Similar Recipes