লতি চিংড়ি (loti chingri recipe in Bengali)

Barnali Saha
Barnali Saha @Barnali_23

#স্পাইসি

লতি চিংড়ি (loti chingri recipe in Bengali)

#স্পাইসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কিলোলতি
  2. 6টা পেঁয়াজ
  3. 1.5 টা রসুন
  4. 4 চা চামচধনে গুঁড়ো
  5. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  6. পরিমাণ মতোসরষের তেল
  7. স্বাদমতোনুন
  8. 1/2 চা চামচহলুদ
  9. 1/2 চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে লতি টিকে ভালো করে চোকলা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    এবার একটি পাত্রে জল গরম করে কিছুক্ষণের জন্য লতিটি কে ফুটিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে চিংড়ি গুলোকে ভেজে নিতে হবে। এবার চিংড়ি গুলোকে তুলে ঔ তেলেই পেঁয়াজ কুচি করে দিয়ে লবণ হলুদ দিয়ে খানিকক্ষণের জন্য ভাজতে হবে।

  4. 4

    এবার পেঁয়াজ খানিকক্ষণ ভাজা হয়ে গেলে ওর মধ্যে চিংড়ি, রসুন বাটা ও ধনেগুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ,নুন সমস্ত কিছু দিয়ে বেশ খানিকক্ষণ কষাতে হবে।

  5. 5

    কষা হয়ে গেলে তেল বেরিয়ে গেলে ওর মধ্যে খানিকটা চিনি দিতে হবে ।

  6. 6

    এবার পুরো কষে যাওয়া মসলার মধ্যে লতি গুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ রাখতে হবে,যতক্ষণ না লতি থেকে বেরোনো জল শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে আসছে।

  7. 7

    ভাতের সাথে এটি খেতে খুবই টেস্ট ই লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Saha
Barnali Saha @Barnali_23

Similar Recipes