মশলা পুরি (masala puri recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#স্পাইসি রেসিপি

মশলা পুরি (masala puri recipe in Bengali)

#স্পাইসি রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
2 জন
  1. 2 কাপআটা
  2. 2টেবিল চামচ সুজি
  3. 2টেবিল চামচ বেসন
  4. 3টেবিল চামচ কসুরি মেথি
  5. 1/2 চা চামচজোয়ান
  6. 1 চা চামচমৌরি
  7. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  8. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  9. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  10. 2 চা চামচতেল
  11. স্বাদ অনুযায়ীনুন
  12. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    একটি পাত্রে আটা, সুজি, বেসন, কাসুরি মেথি, জোয়ান, মৌরি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও নুন একসাথে মিশিয়ে নিন। দু চামচ তেল দিন। এবার জল দিয়ে ভাল করে মেখে নিন। আটা মাখা টা বেশি নরম হবে না। মাখা আটা কিছুক্ষণ ঢেকে রেখে দিন।

  2. 2

    কড়াইয়ে তেল গরম করুন। এবার মাখা আটা 8-9 টি ভাগে ভাগ করে নিন। এক একটি ভাগ বলের আকারে গড়ে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে লুচির মত বেলে নিন।

  3. 3

    গরম তেলে ডিপ ফ্রাই করুন। আলুর তরকারি বা আলুর দম বা চানা মাসালার সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes