বেসান এর মসলাদার পুরি (besaner masladar puri recipe in Bengali)

Medha Sharma
Medha Sharma @cook_24775378
Balurghat

#ebook2
#পুজা2020

পুজো তে অনেক লুচি , পুরি তো বাড়িতে সবারই হয় তো আমিও ওতে একটা যোগ করলাম।

বেসান এর মসলাদার পুরি (besaner masladar puri recipe in Bengali)

#ebook2
#পুজা2020

পুজো তে অনেক লুচি , পুরি তো বাড়িতে সবারই হয় তো আমিও ওতে একটা যোগ করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
4 জন
  1. 1 কাপআটা
  2. 3 টেবিল চামচবেসন
  3. 1 টেবিল চামচসুজি
  4. 1 চা চামচজোয়ান
  5. 1/2 চা চামচকালোজিরা
  6. 1 চা চামচনুন
  7. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  8. 1 চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  9. 1 চিমটিহিং
  10. পরিমাণ মতোসাদা তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    প্রথমে আটা, বেসান, সুজি মিসিয়ে নিয়ে বাকি মসলা গুলো দিন। জোয়ান তা একটু হাতে ঘষে নিয়ে দিলে ভাল হয়।

  2. 2

    এবার 4 টেবিল চামচ তেল দিয়ে আঙুলে ঘষে ঘষে নিন। জতক্ষন না পর্যন্ত আটা একটা ভেজা বালির মতো দেখায়।

  3. 3

    এবার এতে পরিমাণ মতো জল দিয়ে হালকা শক্ত আটা মেখে নিন।

  4. 4

    ঢেকে রেস্ট করতে দিন 10 মিনিট। এবার রেস্ট হয়ে গেলে আটা থেকে লেবুর আকারে বল কেটে নিন।

  5. 5

    লুচি গুলো বেলে নিন। সামান্য তেল মাখিয়ে ও হালকা হাতে।

  6. 6

    এবার গ্যাস এ কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিন। ভাল গরম হওয়া অবধি অপেক্ষা করুন । অল্প শুকনো আটা ফেলে দেখুন তা ভেসে ওঠে কিনা। উঠলে বুঝবেন যে গরম হয় তেল রেডি।

  7. 7

    লুচি গুলি এক এক করে ছেড়ে ভেজে তুলুন। ভাজা সময় সাবধানে অল্প করে লুচি গুলোর উপরে তেল দিতে থাকবেন। তাতে ভাল ফুলে উঠবে।

  8. 8

    সব লুচি ভাজা হয় গেলে পরিবেশন করুন। একটা উৎসব এ তো বটেই তবে সব চেয়ে ভাল হয় ট্রাভেলিং বা টিফিন এ একেবারে পারফেক্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Medha Sharma
Medha Sharma @cook_24775378
Balurghat
healthy is homemade
আরও পড়ুন

Similar Recipes