বেগুন পোস্ত (Begun posto recipe in Bengali)

Suparna Sengupta
Suparna Sengupta @sups_cookbook
India

#গল্পকথা
#নিরামিষ রেসিপি

পোস্ত দিয়ে বনানো যেকোনো পদই আমার প্রিয়।বেগুন
পোস্ত তাদের মধ্যে একটা অন্যতম।বেগুন পোস্ত এর রেসিপি টি আমার মায়ের কাছ থেকেই শেখা,খুব অল্প উপাদান দিয়ে বানানো সহজ একটি রেসিপি।গরম ভাত আর বেগুন পোস্তর জুটি জাস্ট ফাটাফাটি।

বেগুন পোস্ত (Begun posto recipe in Bengali)

#গল্পকথা
#নিরামিষ রেসিপি

পোস্ত দিয়ে বনানো যেকোনো পদই আমার প্রিয়।বেগুন
পোস্ত তাদের মধ্যে একটা অন্যতম।বেগুন পোস্ত এর রেসিপি টি আমার মায়ের কাছ থেকেই শেখা,খুব অল্প উপাদান দিয়ে বানানো সহজ একটি রেসিপি।গরম ভাত আর বেগুন পোস্তর জুটি জাস্ট ফাটাফাটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জনের জন্য
  1. ১ টা বেগুন গোল অথবা অর্ধেক গোলাকৃতি করে কাটা
  2. ২ টেবিল চামচ পোস্ত
  3. ৩-৪ টা কাঁচা লঙ্কা
  4. ১/৪ চা চামচপাঁচফোড়ন
  5. স্বাদ অনুযায়ীনুন
  6. ১.৫ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১/২ চা চামচলঙ্কার গুঁড়ো
  8. পরিমাণ মত উষ্ণ গরম জল
  9. ২ টেবিল চামচসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে একটি মিক্সার এর মধ্যে ২ টেবিল চামচ পোস্ত, ২ টি কাঁচা লঙ্কা আর অল্প উষ্ণ গরম জল দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রেখে দিন । তারপর ভালো করে মিহি পোস্ত এর পেস্ট তৈরি করে নিন।

  2. 2

    বেগুন গুলোকে কেটে ভালো করে ধুয়ে নুন আর ১ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।

  3. 3

    এবার একটি ফ্রাই প্যানে তেল গরম করে তাতে বেগুন গুলো ভেজে তুলে রাখুন।

  4. 4

    ফ্রাই প্যানে সরষের তেল গরম করে তাতে কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিন।ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তাতে পোস্ত বাটা দিয়ে একটু হালকা নাড়িয়ে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিন।

  5. 5

    জল ফুটে উঠলে তাতে ভাজা বেগুন আর পরিমাণ মত নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করুন ।

  6. 6

    গ্রেভি ঘন হয়ে এলে কাঁচা লঙ্কা আর অল্প সরষের তেল উপর থেকে ছড়িয়ে মিশিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন।

  7. 7

    এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার বেগুন পোস্ত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suparna Sengupta
Suparna Sengupta @sups_cookbook
India
Follow me on Instagram @sups05FoodieCookaholicFood photography ManiacFood Blogger
আরও পড়ুন

Similar Recipes