হিং কাঁচা কলার তরকারি (hing kachakola tarkari recipe in Bengali)

Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502

এটি আমার মায়ের কাছ থেকে শেখা।

হিং কাঁচা কলার তরকারি (hing kachakola tarkari recipe in Bengali)

এটি আমার মায়ের কাছ থেকে শেখা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
২জনের জন্যে
  1. ২টি কাঁচকলা
  2. ১টিআলু
  3. পরিমান মতোবড়ি
  4. ১/২চা চামচহিং
  5. ১/২চা চামচঘি
  6. ২চা চামচসর্ষের তেল
  7. ২চা চামচধনেপাতা
  8. ২টিকাঁচা লঙ্কা
  9. ১টিতেজপাতা
  10. ১/২চা চামচপাঁচফোড়ন
  11. ১/২চা চামচচিনি
  12. স্বাদমতোনুন
  13. ২চা চামচটক দই
  14. ১চা চামচজিরে গুঁড়ো
  15. ১চা চামচধনে গুঁড়ো
  16. ১/২চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  17. ১/২চা চামচলঙ্কা গুঁড়ো
  18. ১গ্লাসজল
  19. ১চা চামচহলুদ গুঁড়ো
  20. ১ টাশুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    প্রথমেই আলু,কাচকলা কেটে ভালো করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    পরিমান মতো বড়ি নিয়ে তেলে ভেজে নিতে হবে।

  3. 3

    তারপর কড়াইতে তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিয়ে আলু ও কাচকলা ভেজে নিতে হবে।

  4. 4

    অন্য আরেকটি কড়াইয়ে এক গ্লাস জল দিয়ে তাতে সমস্ত মসলা দিয়ে নুন দিয়ে ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে।

  5. 5

    এবারে আলু, কাচকলা ভাজা হয়ে গেলে আবার কড়াইতে ঘি দিয়ে তাতে তেজপাতা ও শুকনো লঙ্কা,হিং ও চিনি দিয়ে ফেটিয়ে রাখা টক দই দিতে হবে।

  6. 6

    মসলা কষা হয়ে গেলে তাতে আলু,কাচকলা বড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যে কড়াইতে মসলা গুলি জলে ফোটানো হচ্ছিলো তাতে ঢেলে দিতে হবে।ও ভালো করে কষিয়ে শুকনো করে নিতে হবে।পরে উপর থেকে ধোনেপাতা ও কাচা লঙ্কা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502

মন্তব্যগুলি (8)

Similar Recipes