ওটস্ এগ্ অমলেট্ (Oats Egg omelette recipe in Bengali)

Mili DasMal
Mili DasMal @cook_24613507
Bilaspur(C.G)

#নোনতা

এটি খুব হেলদি এবং টেস্টি একটি স্ন‍্যাক্স। বাচ্ছা থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার যা ব্রেকফাস্ট বা ইভিনিং টাইম এ দেওয়া যেতে পারে ও খুব কম সময়ে চটজলদি খাবার হিসাবে একদম পারফেক্ট।

ওটস্ এগ্ অমলেট্ (Oats Egg omelette recipe in Bengali)

#নোনতা

এটি খুব হেলদি এবং টেস্টি একটি স্ন‍্যাক্স। বাচ্ছা থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার যা ব্রেকফাস্ট বা ইভিনিং টাইম এ দেওয়া যেতে পারে ও খুব কম সময়ে চটজলদি খাবার হিসাবে একদম পারফেক্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট।
3জন।
  1. 2 কাপহোল্ ওটস্
  2. 1 কাপহাল্কা গরম দুধ
  3. 3 টিপিস্ ডিম
  4. 2 চামচগাজর কুচি
  5. 2 চামচটমেটো কুচি
  6. 2 চামচপেঁয়াজ কুচি
  7. 1 চামচধনেপাতা কুচি
  8. 1/2 চা চামচগোলমরিচ পাউডার
  9. স্বাদ অনুযায়ী নুন
  10. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  11. প্রয়োজন অনুযায়ীঅলিভ অয়েল
  12. 1 টিটমেটো স্লাইস
  13. পরিমাণ মতটমেটো সস্
  14. প্রয়োজন মতচিলি সস্

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট।
  1. 1

    প্রথমে একটি মিক্সিং বোওল এ 2কাপ ওটস্ ও 1কাপ ওয়ার্ম মিল্ক 5মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    5মিনিট পর ঐ মিক্সিং বোওলে 3পিস্ ডিম ফাটিয়ে দেব। ও (2চামচ) গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি,1চামচ ধনেপাতা কুচি,1/2 চা চামচ গোলমরিচ পাউডার, পরিমাণমতো নুন -হলুদ দিয়ে মিক্সড করে সুন্দর একটা ব‍্যাটার রেডি করে নেব।

  3. 3

    এরপর প‍্যানে অলিভ অয়েল দিয়ে ওটস্ এর ব‍্যাটার টি দিয়ে দেব ও ঢাকনা কিছুক্ষন দিয়ে রাখবো।

  4. 4

    এরপর ঢাকনা খুলে দুই সাইড ফ্রাই করে নেব।

  5. 5

    এবার পিস্ পিস্ করে উপরে 1পিস্ টমেটো শ্লাইস দিয়ে টমেটো সস্ ও চিলি সস্ দিয়ে সার্ভ করবো ওটস্ এগ্ অমলেট্।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mili DasMal
Mili DasMal @cook_24613507
Bilaspur(C.G)
Love Cooking 😍❤
আরও পড়ুন

Similar Recipes