চিকেন দোঁপিয়াজা (chicken do peyaja recipe in Bengali)

Årpita Kår Ghosh
Årpita Kår Ghosh @cook_17047085
কোলকাতা

#ডিনার
#এসো বসো আহারে

চিকেন দোঁপিয়াজা (chicken do peyaja recipe in Bengali)

#ডিনার
#এসো বসো আহারে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫/৫০মিনিট
৭/৮জন
  1. ১ কেজিচিকেন
  2. ১ কাপটক দই
  3. ১কাপকেচাপ
  4. ৩ টাবড়ো মাপের পেঁয়াজ কুচি
  5. ২ টিবড়ো মাপের পেঁয়াজ কিউব করে কাটা
  6. ২ কাপঅলিভ অয়েল
  7. ৮/১০টি কাঁচালঙ্কা
  8. ২ টেবিল চামচকাশ্মীরি লঙ্কাগুঁড়া
  9. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  10. ১টিটমেটো একদম মিহি কুচি
  11. ২ টেবিল চামচকরে ধনিয়া ও জিরে গুঁড়ো
  12. ২ চা চামচহলুদ গুঁড়ো
  13. ৫ টেবিল চামচকরে আদা ও রসুন বাটা
  14. ৮/১০কোয়া রসুন মিহি কুচোনো
  15. ১ টেবিল চামচআদা কুচি
  16. ১চা চামচগরম মশলা গুঁড়ো
  17. ১ মুঠোধনিয়া পাতা
  18. ৩-৪ টিতেজপাতা
  19. ২টিশুকনো লঙ্কা
  20. ৪-৫ টিদারুচিনি
  21. ৪-৫ টিএলাচ
  22. ৪-৫ টিলবঙ্গ
  23. স্বাদ অনুযায়ীনুন
  24. পরিমাণ মতজল

রান্নার নির্দেশ সমূহ

৪৫/৫০মিনিট
  1. 1

    প্রথমে প্যানে তেল গরম করে গোটা গরম মশলা একটু থেঁতো করে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে।
    এরপর কিছু কুচোনো আদা রসুন মিডিয়াম ব্রাউন ফ্রাই হলে কুচোনো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিতে হবে।
    গোল্ডেন ব্রাউন ফ্রাই হলে তাতে আদা ও রসুন বাটা, দিয়ে একটু ফ্রাই করে নুন ও হলুদ দিতে হবে।
    ধনিয়া ও জিরে গুড়ো ও কাশ্মীরী লঙ্কাগুঁড়া ও গোলমরিচ গুড়ো দিয়ে ভালো করে কষিয়ে মাংস দিয়ে দিতে হবে।

  2. 2

    ৫/৬মিনিট হাই ফ্লেমে নেড়ে ফেটানো টক দই দিতে হবে। ১মিনিট নেড়ে টমোটো কেচাপ দিয়ে নেড়ে ঢাকা দিতে হবে ও ফ্লেম লো করতে হবে।
    মাঝে মধ্যে নেড়ে দিতে হবে।
    প্রয়োজনে অল্প জল দিতে হবে যাতে মাংস খুব ভালো করে সেদ্ধ হয়।
    এরপর যখন মাংস সেদ্ধ হয়ে তেল ছেড়ে দেবে গরম মশলা ছড়িয়ে নেড়েচেড়ে ৩০সেকেন্ড পর কিউব করে কাটা পেঁয়াজ ও লঙ্কাকুচি দিয়ে হাইফ্লেমে ৩মিনিট মত রান্না করতে হবে।
    এরপর ধনিয়া পাতা ছড়িয়ে ফ্লেম অফ করলেই তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Årpita Kår Ghosh
Årpita Kår Ghosh @cook_17047085
কোলকাতা

Similar Recipes