বাটার চিকেন (butter chicken recipe in Bengali)

Moumita Chowdhury
Moumita Chowdhury @cook_25199189

#ডিনার
#এসো বসো আহারে

বাটার চিকেন (butter chicken recipe in Bengali)

#ডিনার
#এসো বসো আহারে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 250 গ্রামপনির
  2. 1টিটমেটো
  3. 1টিপিঁয়াজ
  4. 1টেবিল চামচধনে পাতা কুচি
  5. 1 ইঞ্চিআদা
  6. 6টিকাজু বাদাম
  7. 2টিকাঁচা লঙ্কা
  8. 50গ্রামমাখন
  9. স্বাদ অনুযায়ীকাশ্মিরী লঙ্কা
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. স্বাদ অনুযায়ীচিনি
  12. প্রয়োজন অনুযায়ীসাদা তেল
  13. 4টি ছোটো এলাচ
  14. 1 ইঞ্চিদারচিনি
  15. 1/2চা চামচকাসৌড়ি মেথি
  16. 3 চা চামচফ্রেশ ক্রিম
  17. 5 কোয়ারসুন কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কড়াই টে ২ চামচ সাদা তেল দিন। ২-৩ টে ছোটো এলাচ, ১টা দারচিনি, ২তো টমেটো কুচি, ১টা পিঁয়াজ কুচি, ৫-৬ টি কাজু বাদাম, সামান্য আদা কুচি, ৪-৫ টি রসুনের কোয়া, ২-৩ টে কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নিতে হবে।

  2. 2

    এবার ঢাকা দিয়ে টমেটো পিঁয়াজ গোল যাওয়া অবধি অপেক্ষা করতে হবে।
    মিশ্রণটা ভালো করে পেস্ট করে নিতে হবে।
    ৫০ গ্রাম মাখন সসপ্যানে দিয়ে ২ টো চেরা কাঁচালঙ্কা দিয়ে মিক্সচার টা দিতে হবে। মিশ্রণটা দিয়ে কাশ্মীরি লঙ্কা, নুন চিনি ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে ঢেকে ৫-৬ মিনিট রান্না হবে। কাসুরী মেথি দিয়ে ভালো করে

  3. 3

    মিশ্রণটা ভালো করে পেস্ট করে নিতে হবে।
    ৫০ গ্রাম মাখন সসপ্যানে দিয়ে ২ টো চেরা কাঁচালঙ্কা দিয়ে মিক্সচার টা দিতে হবে। মিশ্রণটা দিয়ে কাশ্মীরি লঙ্কা, নুন চিনি ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে ঢেকে ৫-৬ মিনিট রান্না হবে। কাসুরী মেথি দিয়ে ভালো করে মিশিয়ে পনির দিয়ে মিশিয়ে নিয়ে হবে এবার। শেষে ২-৩ চামচ ফ্রেশ ক্রিম দিয়ে অল্প ধনে পাতা কুচি দিয়ে গ্যাস অফ করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moumita Chowdhury
Moumita Chowdhury @cook_25199189

Similar Recipes