কসুরি উচ্ছে (kasuri uchee recipe in bengali)

Tanushree Deb
Tanushree Deb @Tanushree_29

# তেঁতো / টক
#৪র্থ সপ্তাহ
এই সবজি রান্না করা হয় উচ্ছে দিয়ে। এইভাবে করলে 7 মুখের স্বাদ বদলায় খেতেও ভালো লাগে এবং বাচ্চারাও খুব ভালো খায় ভাত প্রথম পাতের দিলে তো কোন কথাই নেই।

কসুরি উচ্ছে (kasuri uchee recipe in bengali)

# তেঁতো / টক
#৪র্থ সপ্তাহ
এই সবজি রান্না করা হয় উচ্ছে দিয়ে। এইভাবে করলে 7 মুখের স্বাদ বদলায় খেতেও ভালো লাগে এবং বাচ্চারাও খুব ভালো খায় ভাত প্রথম পাতের দিলে তো কোন কথাই নেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. 1 কাপউচ্ছে
  2. 1/2 কাপআলু ডুমো করে কাটা
  3. 1 কাপবেগুন টুকরো করে কাটা
  4. 100 গ্রামডাঁটা টুকরো করে কাটা
  5. 1 কাপকুমড়ো টুকরো করে কাটা
  6. 1 কাপকচু টুকরো করে কাটা
  7. 1/2 কাপমটর ডালের বড়ি
  8. 1 টেবিল চামচসর্ষে বাটা
  9. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  10. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  11. স্বাদমতোনুন
  12. 1 চা চামচজিরে গুঁড়ো
  13. 1/2 চা চামচধনে গুঁড়ো
  14. 1 চা চামচআদা বাটা
  15. 2 টেবিল চামচপেঁয়াজ কুচি
  16. 1 চা চামচকসৌরি মেথি
  17. 1/2 চা চামচচিনি
  18. 3 টেবিল চামচসর্ষের তেল
  19. পরিমাণ মতোফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পড়ুন গুলো সমস্ত দিয়ে এক সেকেন্ড নাড়াচাড়া করার পর তাতে উচ্ছে দিয়ে ভাজা ভাজা করতে হবে যখন উচ্ছের গায়ে লাল দাগ ধরবে তখন বাকি সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।

  2. 2

    বাকি সবজির গায়ে লালচে দাগ হলে তখন একে একে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে পরিমাণমতো জল দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য।

  3. 3

    10 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে দেখে নিতে হবে সবজি সিদ্ধ হয়েছে কিনা যদি সবজি সবজি সিদ্ধ হয়ে যায় এবং গেভি ও ঘন হয়ে আসে তখন কসৌরি মেথি হাতে ঘষে তরকারি র এর উপরে ছড়িয়ে দিতে হবে এবং চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের কসৌরি উচ্ছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tanushree Deb
Tanushree Deb @Tanushree_29

Similar Recipes