টমেটোর চাটনি(Tomator chutney recipe in bengali)

Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

#তেঁতো/টক
টমেটো শীতের সবজি হলেও সারা বছর বাজারে পাওয়া যায় টমেটো।অনেক খাবারে রুচি কম থাকে।তারা মুখে রুচি আনতে খেতে পারেন টমেটোর চাটনি।স‍্যালাড হিসেবে খেতে পারেন টমেটো।

টমেটোর চাটনি(Tomator chutney recipe in bengali)

#তেঁতো/টক
টমেটো শীতের সবজি হলেও সারা বছর বাজারে পাওয়া যায় টমেটো।অনেক খাবারে রুচি কম থাকে।তারা মুখে রুচি আনতে খেতে পারেন টমেটোর চাটনি।স‍্যালাড হিসেবে খেতে পারেন টমেটো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০মিনিট
১জন
  1. ৫ টাটমেটো
  2. ২ টিশুকনালঙ্কা
  3. ১টেবিল চামচ হলুদ গুঁড়ো
  4. ৫ টেবিল থেকেচিনি
  5. স্বাদ অনুসারেলবণ
  6. ১ টেবিল চামচপাঁচফোড়ন
  7. ১ টেবিল চামচসরষের তেল
  8. ৬ টিগোলমরিচ(ডেকোরেশনের জন্য)
  9. প্রয়োজন অনুযায়ীসামান্য ফুল(ডেকোরেশনের জন্য)

রান্নার নির্দেশ সমূহ

১০মিনিট
  1. 1

    ১মে টমেটোগুলোকে গ্ৰেট করে নিবেন।এরপর কড়াইতে তেল দিবেন।তেল গরম হলে পাচফোড়ন দিবেন।

  2. 2

    এরপর সুকনালঙ্কা ফোড়ন দিবেন।সুকনালঙ্কাটা লাল হলে টমেটোগুলো দিয়ে দিবেন। এরপর হলুদেরগুড়ো ও লবণ দিবেন।টমেটোটা ভাজা হলে চিনি দিবেন।

  3. 3

    চিনি দিয়ে নাড়াচাড়া করে যখন চাটনিটা ঘনো হয়ে আসবে তখন গ‍্যস অফ করে দিবেন।এরপর ১টি বাটিতে টমেটোর চাটনিটা নামিয়ে ফেলবেন।এরপর আপনার পছন্দমতো টমেটোর চাটনিটা সাজিয়ে নিবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

মন্তব্যগুলি (9)

Similar Recipes