পনির জিঙ্গী পার্সেল (paneer zingi parcel recipe in Bengali)

Jhulan Mukherjee
Jhulan Mukherjee @cook_24935412

পনির জিঙ্গী পার্সেল (paneer zingi parcel recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
4 পিস
  1. 1 কাপময়দা
  2. স্বাদ অনুযায়ীনুন
  3. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  4. স্বাদমতোগোলমরিচ গুঁড়ো
  5. 1 কাপ টকদই
  6. 1 চা চামচসাদা তেল
  7. প্রয়োজন অনুযায়ীপনিরের ছোট টুকরো
  8. 1 কাপপেঁয়াজ এবং ক্যাপ্সিকাম টুকরো
  9. 2 চা চামচস্যুইটকর্ন
  10. প্রয়োজন অনুযায়ীঅরিগ্যানো চিলি ফ্লেক্স
  11. প্রয়োজন অনুযায়ীচীজ গ্রেট করা
  12. পরিমাণ মতোমেয়োনিজ
  13. 1 চা চামচবাটার/ মাখন
  14. প্রয়োজন অনুযায়ী দুধ ব্রাশ করার জন্য

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    ময়দার সাথে নুন এবং টক দই দিয়ে মেখে নিতে হবে তারপর ওপর থেকে সাদা তেল বুলিয়ে দিয়ে দু ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে

  2. 2

    দুই ঘন্টা পর ডো থেকে ছোট ছোট রুটির আকারে লেচি কেটে রুটি বেলে নিয়ে সেগুলি তিনকোনা পরোটার মতো মুড়ে নিতে হবে

  3. 3

    স্টাফিং এর জন্য একটি বোলে পেঁয়াজ ক্যাপ্সিকাম সুইট কর্ন পনিরের টুকরো সামান্য নুন সামান্য হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো অরিগানো চিলি ফ্লেক্স চিজ মেয়োনিজ সব একসাথে মিশিয়ে নিতে হবে

  4. 4

    বেলে রাখা ত্রিকোণাকার রুটির মধ্যে স্টাফিং টা দিয়ে তারপর তিন দিক থেকে মুড়ে নিতে হবে এবং ওপরে একটু অরিগ্যানো ছড়িয়ে দুধ ব্রাশ করে বাটার ব্রাশ করা ক্রাস্টি প্লেটের মধ্যে রেখে দিতে হবে

  5. 5

    তারপর ওভেনের মধ্যে পাঁচ মিনিট প্রীহিট করে 18 থেকে 20 মিনিটের জন্য বেক করে নিলেই রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jhulan Mukherjee
Jhulan Mukherjee @cook_24935412

Similar Recipes