মোচার কাটলেট (mochar cutlet recipe in Bengali)

Sarita Nath
Sarita Nath @sarita_s_cuisine
কলকাতা

#monsoon2020
মোচায় অনেক আয়রন থাকায় মোচা শরীরের পক্ষে খুব উপকারি। কিন্তু বাচ্চারা অনেক সময় এইসব সব্জী খেতে চায় না।তখন এইভাবে মোচার কাটলেট বানানোই যায়।

মোচার কাটলেট (mochar cutlet recipe in Bengali)

#monsoon2020
মোচায় অনেক আয়রন থাকায় মোচা শরীরের পক্ষে খুব উপকারি। কিন্তু বাচ্চারা অনেক সময় এইসব সব্জী খেতে চায় না।তখন এইভাবে মোচার কাটলেট বানানোই যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 2 কাপসেদ্ধ মোচা
  2. 1টা সেদ্ধ আলু
  3. 1/2 চা চামচআমআদা কুচি
  4. 1 চা চামচকাঁচা লঙ্কা কুঁচি
  5. 2 চা চামচচামচভাজা মশলা গুঁড়ো
  6. 1/2 কাপভাঙ্গা কাজুবাদাম
  7. 1/2 কাপকিশমিশ
  8. স্বাদ মতো নুন
  9. 1/2 চা চামচচিনি
  10. 3 চা চামচকর্নফ্লাওয়ার
  11. পরিমান মতো ব্রেড ক্রাম্বস
  12. পরিমান মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে এক চামচ তেল গরম করে তাতে মোচা, আলু সেদ্ধ, নুন, চিনি, ভাজা মশলা,আমআদা কুঁচি, লঙ্কা কুঁচি,কাজুবাদাম,কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে পুরটাকে ঠান্ডা করতে দিতে হবে কিছুক্ষণ ।

  2. 2

    এরপর একটি পাত্রে কর্নফ্লাওয়ার ও জল গুলে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে।

  3. 3

    এরপর মোচার পুর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে হাত দিয়ে কাটলেটের আকারে গড়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে ছাঁকা তেলে সোনালী করে ভেজে তুলে নিলেই তৈরী হয়ে যাবে মোচার কাটলেট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarita Nath
Sarita Nath @sarita_s_cuisine
কলকাতা

Similar Recipes