মোচার কাটলেট(Mochar Cutlet Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

মোচার কাটলেট(Mochar Cutlet Recipe In Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪জন
  1. ১টা মোচা
  2. ২টো সেদ্ধ আলু
  3. ২টো লঙ্কা কূচি
  4. ১/২ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ ধনে ও জিরে গুঁড়ো
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১টা টমেটো
  8. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. স্বাদ মতনুন
  10. ১/২ চা চামচ চিনি
  11. ২ চা চামচ ভাজা জিরে গুঁড়ো
  12. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  13. ১মুঠো চিনে বাদাম
  14. ২টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  15. প্রয়োজন মতবিস্কুটের গুঁড়ো
  16. পরিমাণ মতভাজার জন্যে সাদা তেল
  17. ১/২ চা চামচ জিরে ও শুখনো লঙ্কা
  18. ২ চা চামচপুর করার জন্যে সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে মোচা ছাড়িয়ে কেটে হলুদ গোলা জলে ভিজিয়ে রাখতে হবে, যাতে কালো নাহয়‌।এবার একটু নুন দিয়ে কুকারে সিটি মেরে নিতে হবে।আলুও সেদ্ধ করে নিতে হবে

  2. 2

    এবং মোচা একটু চটকে নিতে হবে।একটি বাটিতে ধনে ও জিরে গুড়ো, হলুদ ও লঙ্কা গুড়ো,১চামচ ভাজা গুড়ো ও একটু জল মিশিয়ে পেষ্ট করে নিতে হবে

  3. 3

    কড়াইয়ে তেল গরম করে জিরে ও লঙ্কা ফোড়ন দিয়ে পেষ্ট দিয়ে অল্প আঁচে কষাতে হবে,টমেটো বাটা দিতে হবে, তেল ছাড়লে সেদ্ধ মোচা দিয়ে কষাতে হবে, নুন,হলুদ,চিনি দিতে হবে।

  4. 4

    এবার মশলায় মোচা ভালো করে মিশে গেলে সেদ্ধ আলু ম‍্যাস করেদিয়ে সমানে নাড়িয়ে যেতে হবে।যখন সবমিশে নরম হয়ে যাবে বাদাম দিতে হবে, গরমমশলা ও ভাজা মশলা দিতে হবে।

  5. 5

    একদম শেষে ২টেবল চামচ বিস্কুটের গুড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে শুখিয়ে নিতে হবে, আর কাটলেট যাতে না ভাঙ্গে তারজন্য বিস্কুটের গুড়ো দেওয়া।এবার নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে।

  6. 6

    এবার কর্নফ্লাওয়ার সামান্য নুন দিয়ে পাতলা করে গুলে নিতে হবে।এবার মোচার পুর থেকে নিয়ে হাত দিয়ে চেপে চেপে কাটলেটের আকারে সবগুলো গড়ে নিতে হবে

  7. 7

    এবার কাটলেট গুলো কর্নফ্লাওয়ারে চুবিয়ে বিস্কুটের গুড়ো মাখিয়ে আবার ও কর্নফ্লাওয়ারে চুবিয়ে বিস্কুটের গুড়ো মাখিয়ে নিতে হবে, এভাবে দুবার করতে হবে

  8. 8

    এবার কড়াইয়ে তেল গরম করে কাটলেট গুলো লাল করে ভেজে নিতে হবে, খেতে অসাধারণ লাগে।এবার আচার ও সসের সঙ্গে পরিবেশন করলাম গরমগরম কাটলেট

  9. 9
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes