চিংরির জাফরানি কোর্মা (chingrir jafrani korma recipe in Bengali)

Mahua Sadhukhan
Mahua Sadhukhan @cook_15440565

#মাছ রেসিপি

চিংরির জাফরানি কোর্মা (chingrir jafrani korma recipe in Bengali)

#মাছ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০ গ্রাম বাগদা চিংড়ি
  2. ১ চা চামচ আদা বাটা
  3. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  4. ২ চা চামচ সেদ্ধ পেঁয়াজ বাটা
  5. ২চা চামচ টমেটো বাটা
  6. ১ চা চামচ রসুন বাটা
  7. ২চা চামচ ফেটানো টক দই
  8. ২ চা চামচ কাজুবাদাম বাটা
  9. ১/৪ চা চামচ জায়ফল আর জয়িত্রি গুড়ো
  10. ১/২ ইঞ্চি দারচিনি
  11. ৪ টা ছোটো এলাচ
  12. ১ টেবিল চামচ ঘি
  13. ১ চিমটি জাফরান বা কেশর
  14. ৪ টেবিল চামচ সাদা তেল
  15. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াই তে সাদা তেল গরম করে চিংড়ি মাছ গুলো কে একটু নুন মাখিয়ে সাতলে নিয়ে তুলে নিতে হবে।

  2. 2

    তারপর ওই তেল এর মধ্যে ঘী দিয়ে দারচিনি আর ছোটো এলাচ ফোড়ন দিয়ে ওর মধ্যে সেদ্ধ পিয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে আদা ও কাঁচালঙ্কা বাটা দিয়ে কষাতে হবে।

  3. 3

    তারপর টমেটো বাটা দিয়ে কষিয়ে ফেটানো টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাজুবাদাম বাটা দিয়ে কষাতে হবে।

  4. 4

    তারপর ওর মধ্যে জায়ফল গুঁড়া ও জয়িত্রী গুড়ো দিয়ে নাড়াচাড়া করে দেড় কাপ হালকা গরম জল আর নুন দিয়ে ফুটে উঠলে ওর মধ্যে মাছ গুলো দিয়ে গ্যাস সিম করে রান্না করতে হবে।

  5. 5

    তারপর ওর মধ্যে এক চিমটি জাফরান দিয়ে নাড়াচাড়া করে মাখা মাখা হলে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahua Sadhukhan
Mahua Sadhukhan @cook_15440565

মন্তব্যগুলি

Similar Recipes