মুড়ির মোআ (moorir moa recipe in Bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#India2020
এটা একটা প্রাচীন বাংলার রান্না। সব পুজো পার্বণে মুরির মোআর চল ছিল কিন্তু এখন এটা ধিরে ধিরে লুপ্ত হয়ে যাচ্ছে ।

মুড়ির মোআ (moorir moa recipe in Bengali)

#India2020
এটা একটা প্রাচীন বাংলার রান্না। সব পুজো পার্বণে মুরির মোআর চল ছিল কিন্তু এখন এটা ধিরে ধিরে লুপ্ত হয়ে যাচ্ছে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩ কাপ মুড়ি
  2. ১ কাপ আখের গুড়

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে মুরি দিয়ে ২ মিনিট হাই ফ্লেমে অনবরত নেড়ে ভেজে তুলে নিতে হবে ।

  2. 2

    তারপর গুড় টুকরো করে কড়াইতে দিয়ে গলিয়ে তারপর ১তার হওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে ।

  3. 3

    তারপর ওর মধ্যে মুরি ঢেলে দিতে হবে আর মেখে নিতে হবে ।

  4. 4

    তারপর হালকা ঠাণ্ডা হলে হাতে জল লাগিয়ে গোল গোল করে মোআ তৈরি করে নিতে হবে । সব গুলো একি ভাবে তৈরি করে নিতে হবে । গরম থাকতেই মোআ তৈরি করতে হবে না হলে মোআ ভেঙে যাবে ।

  5. 5

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করুন । আর এটা কে ১৫-২০ দিন এয়ার টাইট ডিব্বা তে স্টোর করে রাখা যেতে পারে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes