মুড়ির মোয়া(murir moa recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

মুড়ির মোয়া(murir moa recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 প্যাকেটমুড়ি
  2. 1 কাপগুড়
  3. 1 চা চামচসর্ষে র তেল
  4. 1/2 কাপজল (গুড়ের অর্ধেক )

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কড়াইতে গুড় আর জল দিয়ে বসিয়ে দিতে হবে।

  2. 2

    আচ মিডিয়াম রাখতে হবে।

  3. 3

    মাঝে মাঝে নেড়ে দিতে হবে।

  4. 4

    গুড় টা ঠিকমতো হয়েছে কিনা তা দেখার একটা উপায় আছে ।
    একটা বাটিতে এক কাপ মতো জল নিয়ে,তাতে ঐ গুড় টা একটু দিতে হবে। যদি সংগে সংগে কট কটে হয়ে যায়, তাইলে বুঝতে হবে গুড় টা একদম রেডি।

  5. 5

    এবার খুব তাড়াতাড়ি করতে হবে, মুড়ি টা দিয়ে গুড়ের সাথে মাখাতে হবে।এই সময় আঁচ টা একদম সিম এ রাখতে হবে।

  6. 6

    মুড়ি টা গুড়ের সাথে মাখা হলে কড়াই টা নামিয়ে নিতে হবে।

  7. 7

    হাতে তেল মেখে গড়ম গড়ম মোয়া বানাতে হবে।

  8. 8

    মোয়া গুলো একটু খুলে আসে,তাতে চিন্তা র কারন নেই, আবার ধরে ধরে গোল করে পাকাতে হবে।

  9. 9

    বাস মুচমুচে মুড়ি র মোয়া রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

মন্তব্যগুলি

Similar Recipes